টানা একমাস ঘরে ফেরেনি মাইলসের কোনো সদস্য
টানা ১ মাস ঘরে ফেরেনি মাইলসের কোনো সদস্য! শীত মৌসুমে সাধারণত কণ্ঠশিল্পীদের কনসার্ট মৌসুম। কিন্তু গত কয়েকবছর নানান রাজনৈতিক জটলা বা অস্থিরতার পর সাবলীল এই দেশজুড়ে সাংস্কৃতিক উৎসবের বন্যা বইছে যেন। আর মাইলস যে এখনও বাংলাদেশের কোটি তরুণদের প্রধান আনন্দ আকর্ষণ তা আবারও প্রমাণিত হলো। কারণ মাইলসের নিজেদের গড়া প্লে-লিস্টে যেমন মনোমুগ্ধকর মেলোডি গান রয়েছে, ঠিক তেমনি রয়েছে ড্যান্স নাম্বার। তাই দেশ সেরা ব্যান্ড হিসেবে এবছরের শীত মৌসুমে প্রায় টানা ২৩ দিন ঘরছাড়া ব্যান্ডের সকল সদস্য।
সিলেটের শো শেষ করে সেখান থেকে ডমেস্টিক ফ্লাইটে খুলনা শো শেষ করে ময়মনসিংহ এভাবে গোটা বাংলাদেশ ভ্রমণের মাঝে একদিন ঢাকায় এসে দুটি রেডিও শো এবং টিভি লাইভে অংশ নিলেও দর্শকেরা মাঠের মাইলসকে যেমন বোঝেননি কোনো ক্লান্তি আছে কি-না! ঠিক তেমনি টিভি লাইভেও মাইলস তার যাদু ছড়ানো কণ্ঠেই ছড়িয়েছেন সুরের সুধা।
থার্টি ফাস্ট শিডিউল জানতে মাইলস ভোকাল এদেশের রক লিজেন্ড সফিন আহমেদ বলেন চট্টগ্রাম ক্লাবে এবারে মাইলস তাদের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে, পাশাপাশি একই দিনে একটি স্যাটেলাইট চ্যানেলের শোতেও অংশ নেবো চিটাগাং বোট ক্লাবে। সবমিলিয়ে এই মৌসুমে আমাদের স্টেজ শো’র যেমন ব্যস্ততা থাকে ঠিক তেমনি পারিবারিক বিভিন্ন দাওয়াত বা বিভিন্ন ঘরোয়া উৎসবের নিমন্ত্রণে হাজির হতে হয়। তাই দুই কূল মেইনটেইন করাটাও কঠিন হয়ে যায়। অথচ আমরা দর্শকদের আনন্দ দেই। তাদের বুঝতে দেই না, আমাদের এই ছোট ছোট বিচ্ছেদগুলো ! যেমন এই শহর থেকে ও শহরে ফ্লাইট যোগে বা তারপর মাইক্রো বা নিজেদের গাড়িতে ড্রাইভ করে করেই গত তিন সপ্তাহ আমরা বিচ্ছিন্ন নিজেদের সংসার বা পরিবার থেকে। এই ত্যাগটুকু আমার শ্রোতাদের জন্যই। তবে শুঁকিয়া ওপর ওয়ালার কাছে যে, মাইলস প্রায় দুই প্রজন্মের কাছেই সমান জনপ্রিয় এবং চাহিদার। এটাই আমাদের গানের শক্তি, সুরের শক্তি।