টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি
সম্প্রতি ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত সূচি এবং সময় ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সময়সূচি অনুযায়ী বাংলাদেশের বাছাইপর্ব শুরু হওয়ার আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ রাখা হয়েছে। ৫ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় হংকংয়ের বিরদ্ধে এ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপরই শুরু হবে বাংলাদেশের বাছাইপর্ব। এবারের বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। এই গ্রুপের অন্য দেশগুলো হলো- আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং ওমান। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সুপার টেনে।
বাছাইপর্বে ৯ মার্চ নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ১৩ মার্চ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। সবগুলো ম্যাচই ধর্মশালাতে অনুষ্ঠিত হবে।
সেখান থেকে মূল পর্বে উতরাতে পারলে বাংলাদেশ চলে আসবে গ্রুপ দুইয়ে। সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তানকে। বাছাই পর্ব বা প্লে অফ থেকে মূলপর্বে উঠতে পারলে আগামী ১৬ মার্চ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হতে হবে মাশরাফি বাহিনীকে।
২১ মার্চ দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। ম্যাচটা শুরু হবে রাত আটটায়। ২৩ মার্চ ভারতের বিপক্ষে বেঙ্গালুরেই রাত আটটায় হবে তৃতীয় ম্যাচ। ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ইডেন গার্ডেনে এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।