টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

দর্শকদের প্রদর্শনের জন্য ২০১৬ টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন। বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করেন। ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে দুই দিনের জন্য প্রদর্শনের জন্য রাখা হবে। প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই স্থানে ট্রফিটি প্রদর্শিত হবে। বাংলাদেশে ট্রফির প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। অংশগ্রহণকারী ১২টি দেশ ঘুরে ভারতের নয়া দিল্লিতে ট্রফিটি ফিরবে ১ ফেব্রুয়ারি। ২০১৬ টোয়েন্টি২০ বিশ্বকাপের আসর বসবে ভারতে। টোয়েন্টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার আগে বিশ্বভ্রমণে বের হয়েছে টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি। ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রমণ শুরু হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সোমবার ও মঙ্গলবার টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হয়েছে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর সন্ত্রাসী হামলা হয়েছিল পেশোয়ারের ওই স্কুলে। স্কুলের শিক্ষার্থীদের খুশি করতেই মূলত সেখানে এই ট্রফি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঢাকায় আসার পর এই ট্রফি নিয়ে যাওয়া হয় ধানমণ্ডিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের অফিসে। সেখান থেকে বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে নিয়ে যাওয়া হবে দর্শনার্থীর জন্য। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বসুন্ধরায় দর্শকদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে। শুক্রবারও ঢাকায় থাকবে এই ট্রফি, সকাল ১০টা থেকে বিকেল ৩টায় বসুন্ধরা শপিংমলে উন্মুক্ত রাখা হবে। ক্রিকেটপ্রেমীরা লাইনে দাঁড়িয়ে ট্রফিটি দেখার সুযোগ পাবেন, তুলতে পারবেন ট্রফির সঙ্গে ছবিও। শনিবার ঢাকা থেকে এই ট্রফি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। ১৭-১৮ জানুয়ারি এ দুই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি শ্রীলঙ্কায় থকবে। এর পর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে ১ ফেব্রুয়ারি ভারতে যাবে ট্রফিটি। এ বছর ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানে এই ট্রফি দুদিন করে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.