টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে যে সকল চ্যানেলে

জিম্বাবুয়ে- হংকং ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ষষ্ঠ আসরের প্রথম পর্বের। আর আগামী ১৬ মার্চ শুরু হবে মূল পর্বের খেলা। বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি), মাছরাঙ্গা ও সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এই আসরের সবগুলো খেলা সম্প্রচার করবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বে প্রায় ১৫টি দেশে প্রায় ২৫টি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারিত হবে।

উল্লখ্য, ভারতের স্টার টিভি কর্তৃপক্ষ ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সকল ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। আর স্টারের কাছ থেকে অন্যান্য চ্যানেলগুলো সম্প্রচার সত্ব নিয়ে প্রচার করবে।

এছাড়া অনলাইনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্টার স্পোর্টস। মোবাইলের মাধ্যমেও খেলা দেখানোর ব্যবস্থা নিয়েছে ‘স্টার স্পোর্টস ইন্ডিয়া’। এছাড়া ‘উইলো টিভি’ নামে একটি চ্যানেলও অনলাইনে খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছে।

দেশ চ্যানেল

অস্ট্রেলিয়া        চ্যানেল ৯, ফক্স স্পোর্টস
আফগানিস্তান   আরিয়ানা টিভি নেটওয়ার্ক, স্টার স্পোর্টস ইন্ডিয়া
বাংলাদেশ        বিটিভি(শুধু মাত্র বাংলাদেশের ম্যাচগুলো), গাজী টিভি, স্টার স্পোর্টস ইন্ডিয়া
ভারত            ডিডি ন্যাশনাল (শুধু মাত্র ভারতের ম্যাচগুলো), ইএসপিএন স্টার (সব ম্যাচ)
নিউজিল্যান্ড   স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড
যুক্তরাজ্য        আই টিভি ১ ও ৪ (শুধু মাত্র হাইলাইটস), স্কাই স্পোর্টস
আমেরিকা      ইএসপিএন ৩, উইলো টিভি
শ্রীলঙ্কা          সএল আর সি (শুধু মাত্র শ্রীলঙ্কার ম্যাচ গুলো), স্টার স্পোর্টস ইন্ডিয়া
পাকিস্তান     পিটিভি (পাকিস্তানের ম্যাচ গুলো), স্টার স্পোর্টস ইন্ডিয়া
ওয়েস্ট ইন্ডিজ  ইএসপিএন
দক্ষিণ আফ্রিকা   সুপার স্পোর্টস
মধ্যপ্রাচ্য          এস এন স্পোর্টস
কানাডা        স্পোর্টস নেট, উইলো টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.