টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচের সূচি

অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯-২০২১ সাল পর্যন্ত দুই বছর চলবে টেস্ট ক্রিকেটের এই আসর। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯ দল ২৭টি সিরিজে মোট ৭২টি ম্যাচ খেলবে এই দুই বছরে। এই সময়ে বাংলাদেশ ছয়টি টেস্ট সিরিজ খেলবে।

চলতি বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজটি।

২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজিত হবে পাকিস্তানে। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবেন সাকিব-তামিমরা।

২০২০ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পরবর্তী সিরিজটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেখানে তিনটি টেস্ট খেলবে সাকিব আল হাসানের দল। ২০২০ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজটি।

লঙ্কান সফরের পর আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২১ সালের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে সাকিববাহিনী।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজ সমূহঃ

নভেম্বর, ২০১৯ ঃ ভারত-বাংলাদেশ, দুই ম্যাচ; ভারতে।

জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০ঃ পাকিস্তান-বাংলাদেশ, দুই ম্যাচ; পাকিস্তানে।

ফেব্রুয়ারি, ২০২০ঃ বাংলাদেশ-অস্ট্রেলিয়া, দুই ম্যাচ; বাংলাদেশে।

জুলাই-আগস্ট, ২০২০ঃ শ্রীলঙ্কা-বাংলাদেশ, তিন ম্যাচ; শ্রীলঙ্কায়।

আগস্ট-সেপ্টেম্বর, ২০২০ঃ বাংলাদেশ-নিউজিল্যান্ড, দুই ম্যাচ; বাংলাদেশে।

জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১ঃ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, তিন ম্যাচ; বাংলাদেশে।

Source: http://cricfrenzy.com/