ডুবে যাওয়া মাকে বাঁচাল পাঁচ বছরের মেয়ে
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক পাঁচ বছর বয়সী একটি শিশুকে বীরোচিত সম্মান জানানো হচ্ছে তার মায়ের জীবন রক্ষার জন্য।
সে তাদের বাড়ির পিছনের পুলে ডুবে যাওয়ার সময় তার মাকে রক্ষা করেছে। তার দৈহিক আকার এবং হাবভাব লাজুক গোবেচারা টাইপের হলেও কিশোরি আলিশন আন্ডারওয়ার্ড একজন হিরো। সে ঠিক তার মা ট্রেসিকে অবিশ্বাস্য শক্তি প্রয়োগ করে বাঁচিয়েছে।
তার মা ট্রেসি বলছিলেন, আমি যখন হাসপাতালের বিছানায় চেতনা ফিরে পাই তখন আমার কোন ধারণা ছিল না যে, আমি কোথায় ছিলাম।
তার কোনো ধারণা ছিল না যখন সে সাঁতার কাটতে না পারায় যন্ত্রণার মুহূর্ত ভোগ করছিলেন এবং প্রায় ডুবে যাওয়ার উপক্রম ছিলেন।
তাদের বাড়ির সংরক্ষিত সিসি টিভির ফুটেজ হতে ঘটনার বিস্তারিত দেখা যায়।
আলিশন ওই মুহূর্তে বুঝতে পেরেছিলেন, খারাপ কিছু ঘটতে যাচ্ছে। দেখতে পায় পানির মধ্যে কিছু একটা ঘূর্ণিপাক খাচ্ছে। তখন সে তার মাকে পানি থেকে টেনে তুলতে চেষ্টা শুরু করে। সে বিভিন্নভাবে চেষ্টা করেছিল কিন্তু পেরে উঠছিল না। তারপরেও হাল ছাড়েনি। এরপর সে তার মাকে উল্টিয়ে ফেলে এবং তার মাথা পানি থেকে টেনে তুলতে চেষ্টা করে তারপর সে অন্য কারো সাহায্যের জন্য বাড়ির ভিতরে যায়। পরে তার চাচি এবং বোনেরা দ্রুত বেরিয়ে আসে।
আলিশনের চাচি ট্রেডরা হান্ট বলেন, আলিশনের মা অনেক ভারী ছিল। আমি শুধু তার শরীরের উপরের একটি অংশকে তুলতে পেরেছি এবং তার মেয়েরা দ্রুত এসে পুরোপুরি পানি থেকে তুলতে আমাকে সাহায্য করে । তাই এই পরিস্থিতে আলিশন শুধু তার নিজেকেই রক্ষা করতে পারতো, এবং সে যা করেছে তার একটি মিরাকল বা বিস্ময়কর ঘটনা।
আলিশন মাত্র আড়াই বছর বয়সে সাঁতার শেখে। সে তার এই বীরত্বপূর্ণ কাজের জন্য বেশি কিছু বলতে আগ্রহী নন, এখন শুধু তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পেরে সৌভাগ্যবান।