ডে-নাইট টেস্ট : এশিয়ার প্রথম পাকিস্তান
এশিয়ার মাটিতে প্রথম ডে-নাইট টেস্ট খেলছে পাকিস্তান৷ দুবাই-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে মিসবাহ অ্যান্ড কোং৷
সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করে ফিরেছে পাকিস্তান৷ ইংল্যান্ডর বিরুদ্ধে সিরিজ ড্র করে টেস্টে এক নম্বর হয় পাকিস্তান৷ কিন্তু মঙ্গলবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানের কাছ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্মারক ছিনিয়ে নেয় ভারত৷ বৃহস্পতিবার থেকে ফের টেস্ট খেলতে নামছে পাকিস্তান৷
অধিনায়ক মিসবাহ উল হক বলেন, ‘ভীষণ উত্তেজিত৷ আমার মনে হয় ভবিষ্যতে দিন-রাতের টেস্টই হবে৷’
তবে প্রথম ডে-নাইট টেস্টে সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খানকে পাচ্ছে না পাকিস্তান৷ প্রথমবার দিন-রাতের টেস্ট খেলবে এশিয়ার কোনো দল৷
বিশ্বের প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচটি খেলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড৷