ঢাকায় কুমার শানুর কনসার্ট ৩০ জানুয়ারি
ঢাকা: আগামী ৩০ জানুয়ারি ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু। এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি। তবু তার আগমনী বার্তা এলেই রোমাঞ্চিত হয়ে ওঠেন সঙ্গীতপ্রেমীরা। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। কনসার্টি আয়োজন করেছে বে এন্টারটেইনমেন্ট। এ উপলক্ষে গুলশানের অ্যাবাকাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক সংস্থাটি। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্লাটিনাম, গোল্ড ও সিলভার-এ তিন ক্যাটাগরিতে টিকিটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে-৫,০০০, ৩,০০০ ও ২,০০০ টাকা। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব ‘স্বপ্ন’ সুপার শপ, আলমাসের গুলশান শাখা, অ্যাবাকাস রেস্টুরেন্ট (গুলশান), নর্থ ওয়েস্ট এভিয়েশনের গুলশান শাখা ও টিকিট চাই ডটকমে।