ঢাবিতে নেচে গেয়ে র‌্যাগ ডে উদযাপন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা (আইএসএলএম) বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগ ডে।  চলতি বছর ‘স্নাতক’ বিদায়ী এ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে আজ বৃহস্পতিবার দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করে।

র‌্যাগ ডে উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ র‌্যালি বের করে আইএসএলএম বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা। র‌্যালিতে নানা রঙে সাজেন শিক্ষার্থীরা।

র‌্যালিটি টিএসসির রাজু ভার্স্কয, কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ভিসি চত্বর এসে শেষ হয়। এ সময় হৈ হুল্লোড়ে মেতে ওঠেন তাঁরা, তাদের দেখে চেনার কোনো উপায় ছিল না। লাল, নীল, সবুজ, হলুদ আবীরের রঙে রাঙিয়ে দেন একে অন্যকে। বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটিকে মনের মণিকোঠায় আগলে ধরে রাখতে ঢাক-ঢোল পিটিয়ে, রং মেখে স্মরণীয় করে রাখেন। সঙ্গে চলে ফটোসেশন আর সেলফির মাতামাতি।

দুপুরে আইএসএলএম বিভাগের বিভাগীয় কক্ষে কেক কেটে দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলাম। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক এবং ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, র‌্যাগ ডে উপলক্ষে বেলা ৩টার পর বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ২৪তম ব্যাচের উদ্যোগে নাচ, গান, কৌতুকসহ বিভিন্ন আয়োজন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.