ঢাবির হল ছাত্র সংসদে দায়িত্ব নেননি প্রতিবাদী দুই ছাত্রী!
ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদে দায়িত্ব নেননি নির্বাচিত দুই ছাত্রী। তারা হলেন, কবি সুফিয়া কামাল হল সংসদে সদস্য পদে বিজয়ী লামইয়া তানজিন তানহা ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদে সদস্য পদে নির্বাচিত ফারজানা আক্তার মীম। তারা দুজনই প্রগতিশীল ছাত্র ঐক্যের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কারচুপির অভিযোগে তারা প্রতিবাদের অংশ হিসেবে দায়িত্ব থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে।
এর আগে শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়েছে। ডাকসুর সভাপতি ঢাবি ভিসি প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামানে সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, স্ব স্ব হলের হল ছাত্র সংসদ কক্ষে প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। স্ব স্ব হল ছাত্র সংসদের সভাপতিরা (হল প্রভোস্ট) সভার সভাপতিত্ব করেন।
শনিবার বেলা ১১টায় ডাকসু ভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভা শেষে দায়িত্ব গ্রহণ করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ অন্য সম্পাদক ও সদস্যরা।একই সময়ে হলগুলোতে দায়িত্ব গ্রহণ করেন স্ব স্ব হল সংসদে নির্বাচিতরা। তবে ওই দুই ছাত্রী হল সংসদে দায়িত্ব বুঝে নেননি।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও ভোটে কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে রয়েছেন পরাজিত প্রার্থীরা।
সূত্র: ক্যাম্পাসলাইভ২৪.কম