তবে একলা চলরে – – – বিশাল বিমানের একমাত্র যাত্রী
পুরো বিমানটাই খালি, সবাই একজন ব্যক্তিকে সেবা দিচ্ছেন, কোনো বাচ্চার কান্নার শব্দ নেই, নেই অন্য কোনো সহযাত্রী। ঠিক এমনই অভিজাত সেবা পেলেন একজন চীনা নারী। ঝেং নামের সৌভাগ্যবান ঐ চীনা নারী চাইনিজ নবর্বষ উদযাপনের উদ্দেশ্যে উহান প্রদেশ থেকে বিমানের টিকেট কেটে নিজ বাসস্থান গুয়াংঝু প্রদেশে যাওয়ার সময় এমন সেবা পেলেন। নির্ধারিত বিমান আসতে দেরি হতে পারে এই আশংকায় ঐ বিমান কর্তৃপক্ষ যাত্রীদের আগের একটি ফ্লাইটে যেতে আহ্বান করে। তাতে সব যাত্রীই সায় দেন। কিন্তু ঝেং সিদ্ধান্ত নেন না যাওয়ার। পরে যখন বিমান আসে তখন তিনিই হন ঐ বিমানের একমাত্র ‘রকস্টার’ যাত্রী। এই চাইনিজ নবর্বষে নিজ জন্মস্থানে ছুটি কাটাতে যারা বিমানের পরির্বতে ট্রেন ব্যবহার করছেন তারা ট্রেন আসতে দেরি হওয়ায় বড় রকমের অপেক্ষার সম্মুখীন হচ্ছেন। গত এক সপ্তাহ ধরে গুয়াংঝু স্টেশনে প্রায় ১ লক্ষ মানুষ জড়ো হয়েছেন। এই সমস্যা সৃষ্টি হয়েছে উহান প্রদেশ থেকে ট্রেন আসতে বিলম্ব হওয়ায়। চীনা জনপ্রিয় ব্লগ সাইট উইবোতে তিনি তার অনুভূতি শেয়ার করে বলেন, ‘আমি খুবিই আনন্দিত। এটা আমার জীবনে একটি নতুন এবং বিরল অভিজ্ঞতা। নিজকে তখন রকস্টার মনে হয়েছে।’ তিনি আরো উল্লেখ করেন, ‘ আমার পরিবারের অন্য সদস্যরাও এই নবর্বষের উৎসবে যোগ দিতে বাড়িতে আসছে।’ উইবোতে করা তার পোস্টে অন্য চাইনিজ ব্যবহারকারীরা শতশত লাইক, শেয়ার এবং মন্তব্য করেন। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘ বোন তুমি নিঃসন্দেহে সবচেয়ে সৌভাগ্যবতী যাত্রী- এটা উপভোগ কর।’ আরেকজন লিখেন, ‘কত উত্তম ভ্রমণ, আপনি আসলেই অনেক সৌভাগ্যবতী- যিনি এতো ভালো একটি ভ্রমণের সুযোগ পেলেন বিশেষ করে এমন বিশৃংখল সময়ে।’ সূত্র: বিবিসি।