তামিমের ব্যাটে নতুন ইতিহাস
অবশেষে অধরা শতক এলো টি–টোয়েন্টিতে তাও আবার তামিমের হাত ধরে। অভিনন্দন তামিম। এগিয়ে যাও বাংলাদেশ।
প্রথম বাংলাদেশি হিসেবে টি–টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকের একদম প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। দরকার ছিল মাত্র ১১ রান। তামিম এর সঙ্গে আরও ৯২ রান যোগ করলেন। একই দিনে ছুঁলেন দুটি মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে টি–টোয়েন্টিতে করলেন সেঞ্চুরিও। টি–টোয়েন্টিতে এই সেঞ্চুরিটাই এত দিন অধরা ছিল বাংলাদেশের।
দুর্দান্ত ফর্মে থাকা তামিমের ৬৩ বলে ১০৩ রানের ইনিংসে প্রথমে ব্যাট করে ওমানকে ১৮১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বলা যায়, সুপার টেনে এক পা দিয়েই রেখেছে। এখন কাজটা বোলারদের। আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া ওমান এবার এত বড় চমক দেখাতে পারবে বলে মনে হয় না।
১০টি চার ও পাঁচ ছক্কায় তামিমের শতকের ইতিহাস গড়া এই সেঞ্চুরির পাশাপাশি ২৬ বলে সাব্বিরের ৪৪, সাকিবের ৯ বলে ১৭ ও সৌম্যর ১২ রানের ইনিংসে ২ উইকেটে ১৮০ তোলে বাংলাদেশ।