তামিম . . . . . ৯০০০
তৃতীয় ওভারের শেষ বলে দৌলত জাদরানের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চার রান পেয়ে গেলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আর এর মধ্য দিয়েই হয়ে গেল ইতিহাস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মালিক হয়ে গেলেন তিনি।
টেস্টে তামিমের রান ৩১১৮। সেখানে আছে সাতটি সেঞ্চুরি ও ১৮ টি হাফ সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরি সহ করেছেন ১১৫৪ রান।
আফগানিস্তনের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের প্রথম ওভারেই মারকুটে ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের ৮৬ রানের পার্টনারশিপ বিপদ থেকে মুক্ত করে বাংলাদেশকে।
দলীয় ৮৪ রানে মাথায় ব্যক্তিগত ৩৭ রানে ইমরুল ফিরে গেলে তামিমের সাথে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ। মিরপুরের ব্যাটিং উইকেটে খুব সাবলীল ভাবেই ব্যাটিং করে যাচ্ছে এ দুই ব্যাটসম্যান। তবে ১৬৩ রানের মাথায় ৮০ রানে ফিরে যান তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৩ রান। মাহমুদুল্লাহ ৩৯ ও সাকিব উইকেটে রয়েছেন।
রবিবার দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও বিটিভি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।
আফগানিস্তান একাদশ
আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), সাবির নুরি, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, নাভিনুল হক।