তাহিতির সার্ফিং: অলিম্পিক রেকর্ড

শুরুর আগেই ভেঙ্গে গেছে অলিম্পিকের একটি রেকর্ড৷ ২০২৪ সালের গ্রীষ্ম অলিম্পিকের সার্ফিং প্রতিযোগিতা হবে আয়োজক শহর প্যারিস থেকে হাজার হাজার কিলোমিটার দূরে! এটিই একটি রেকর্ড৷

সার্ফিং স্বর্গ তাহিতিতে হবে অলিম্পিক

সার্ফিং তার ঘর দক্ষিণ সাগরে ফিরে এসেছে৷ ২০২৪ গ্রীষ্ম অলিম্পিকের সার্ফিং ইভেন্টে হবে তিহুপু দ্বীপে অনুষ্ঠিত হবে৷ ফ্রেঞ্চ পলিনেশিয়াল অন্তর্ভূক্ত এই দ্বীপটি প্যারিস থেকে ১৫ হাজার ৭৬০ কিলোমিটার দূরে৷ এটি অলিম্পিক রেকর্ড৷

ডয়চে ভেলে