তিনটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে চ.বি. উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন,“আমাদের পোশাক শিল্পগুলো দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। আমাদের শিল্প কারখানা গুলোও যথাযথ কমপ্লায়েন্স অনুসরণ করার ফলে দেশের উৎপাদিত পণ্যগুলো বিশ্বজনিনতা অর্জন করেছে প্রশংসার সাথে। ইচ্ছে করলেই কেউ এটাকে দাবিয়ে রাখতে পারবেনা।” মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. গোলাম নেওয়াজ বাবুল প্রণীত তিনটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্যগুলো করেন।
আবির প্রকাশন থেকে প্রকাশিত তিনটি গ্রন্থ হচ্ছে (১) শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী শৃঙ্খলা, (২) শিল্প কারখানা ও প্রতিষ্ঠান সমূহে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স (৩) আল কুরআনের নান্দনিকতা ও আদর্শবাদ।
তিনি আরো বলেনÑ“সম্প্রতি আমেরিকাতে একজন নেতা মুসলমানদের আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য রেখে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন আর সেই নেতার বক্তব্যের উপযুক্ত জবাব দিয়েছেন বঙ্গবন্ধুর নাতনী বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। তিনি বলেছেন ঐ ধরনের নোংরা কনসেপ্ট যাতে বৃটেনে না আসে সে ব্যাপারে বৃটিশবাসীকে সচেতন থাকতে হবে। উপাচার্য আরো বলেনÑআল কুরআনের মাধুর্য্য ও নির্যাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যে ধর্মের মধ্যে থাকে সে কখনো মন্দ কাজ করতে পারে না। ধর্ম সকলকে মানবিক হতে শেখায়। ধর্মান্ধতা ইসলাম কখনো সমর্থন করে না।”
গত ১২ ডিসেম্বর শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও প্রকাশনা অনুষ্ঠানের আহ্বায়ক আমিনুর রশিদ কাদেরী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থ ত্রয়ের প্রকাশক আবির প্রকাশনের স্বত্ত্বাধিকারী মুহম্মদ নুুরুল আবসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফসিউল আলম। তাঁর বক্তৃতায় তিনি বলেনÑ“বিশ্বব্যাপী চলমান সংকটের নানা প্রেসক্রিপশন আছে। কিন্তু সে প্রেসক্রিপশান বাস্তবায়নের উপযুক্ত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নেই। একটি ভালো জীবন কিভাবে যাপন করা যায় আল কুরআন সেই শিক্ষায় আমাদের দেয়। অথচ আজ বিশ্বব্যাপী মুসলমানদের দৈন্যদশা দেখে হতাশ হতে হয়। মানুষই যদি বেঁচে না থাকে তাহলে কারা আল্লাহর কুরআনের বাণী পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে। সন্ত্রাস জঙ্গীবাদ তো ইসলাম বিরোধী কাজ।” অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত অতিথিরা গ্রন্থ ত্রয়ের মোড়ক উন্মোচন করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মনসুর উদ্দিন আহম্মদ, দর্শন বিভাগ, চ.বি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আবদুল্লা আল ফারুক, ডীন আইন অনুষদ চ.বি., ড. মোহাম্মদ আলী আজাদী, প্রফেসর জীব বিজ্ঞান বিভাগ চ.বি., মুফতি হুমায়ুন কবির খালবী, প্রভাষক আরবি বিভাগ চ.বি, মেজর (অব.) এমদাদুল ইসলাম, কলামিস্ট ও শিক্ষাবিদ ফজলুল হক। অনুভূতি প্রকাশক করেন লেখক মো. গোলাম নেওয়াজ বাবুল। সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলরুবা খানম রুবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.