বাঁধন, আলভী ও ঈশানা। তিনজনই লাক্স সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেছেন। আলাদাভাবে কাজ করলেও একসঙ্গে কখনই দেখা যায়নি তাদের। সম্প্রতি এ তিন তারকা দুটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। বাংলাভিশনে প্রচার চলতি কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘সহযাত্রী’ এবং প্রচারের অপেক্ষায় থাকা জিল্লুর রহমানের ধারাবাহিক ‘ছোবল’ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। দুটি ধারাবাহিক নাটকেরই গল্প রচনা করেছেন রিজওয়ান খান। ‘সহযাত্রী’ ধারাবাহিকে তিনজনের সম্পর্কটা পারিবারিক হলেও ‘ছোবল’ নাটকে বাঁধন, আলভী ও ইশানা অভিনয় করছেন একই অফিসের সহকর্মী চরিত্রে। দুটি ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সহকর্মী হিসেবে আলভী ও ঈশানা দু’জনই বেশ মজার। শুটিং চলাকালীন কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্প-আড্ডায় মেতে উঠি। সহযাত্রী এবং ছোবল দুটি নাটকেরই গল্প খুব চমৎকার।’ আলভী বলেন, ‘বাঁধন এবং ইশানার সঙ্গে কাজ আমি বেশ উপভোগ করছি। নাটকে আমার চরিত্রগুলোও বেশ মজার।’ ঈশানা বলেন, ‘এ মুহূর্তে আটটিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করছি আমি। অন্যগুলোর মতো এ নাটকটিও ভালো হচ্ছে।’ ‘ছোবল’ ধারাবাহিকটির নির্মাণ কাজে দুর্বলতা লক্ষ্য করা গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী জানান। তবে শিল্পীদের আন্তরিকতায় সেটা কাটিয়ে উঠবে বলে তার ধারণা। শুধু তাই নয়, কয়েকজন শিল্পীর সঙ্গে পারিশ্রমিক নিয়েও ‘ছোবল’-এর পরিচালকের সঙ্গে মনোমালিন্যও হয়েছে।