তিন দিনেই মঙ্গলে!
পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে এক শহর থেকে অন্য শহরে যেতেই লেগে যায় ৩-৪ দিন। কিন্তু কেউ যদি বলে মাত্র তিন দিনেই মঙ্গলে পৌঁছে যাওয়ার খবর! অবিশ্বাস্য মনে হওয়াই স্বাভাবিক। তবে কল্পবিজ্ঞানের জগৎ এবার বাস্তবে দেখানোর ব্যবস্থা করছে নাসা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ লুবিন আপাতত এই যান তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। কীভাবে সম্ভব হবে এই অবিশ্বাস্য কাজ? তার ব্যাখ্যাও দিয়েছেন লুবিন। তিনি জানাচ্ছেন, এটা সম্ভব হবে আলোর কল্যাণে। এতোদিন ধরে মহাকাশে যত যান পাঠানো হয়েছে তা সবই কোনও জ্বালানির দ্বারা প্রাপ্ত গতিতে বায়ুমণ্ডলের সীমা ছাড়িয়ে গিয়েছে। তবে এই নতুন যানে জ্বালানির কাজ করবে আলো। আসলে ঠিক জ্বালানি নয়, এক ধরনের ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন এই গতি দেবে যানটিকে। এ নিয়ে নাসা একটি ভিডিয়ো প্রকাশ করেছে সম্প্রতি। অধ্যাপক লুবিন বলেন, ‘সম্প্রতি বিজ্ঞানে এমন কিছু অগ্রগতি হয়েছে, যা কল্পবিজ্ঞানকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেবে। ইলেক্ট্রো ম্যাগনেটিক অ্যাকসেলারেশন-ও তেমনই একটা বৈজ্ঞানিক প্রয়াস। রকেট জ্বালানিতে যে গতি পাওয়া যায়, তার চেয়ে অনেক অনেক দ্রুত গতিতে ছুটবে এই যান। যা মোটামুটি ৩ দিনে পৌঁছে দেবে মঙ্গলে।’