তিরিশ পেরিয়ে রেনেসাঁ

১৯৮৫ সালে নকীব খান, পিলু খান, ফয়সাল সিদ্দিকী, এহসানুল ইসলাম ও ডা. মামুন মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘রেনেসাঁ’। এ বছর ৩০ পার করেছে ব্যান্ডটি। ১২ ডিসেম্বর ফেসবুকে নতুন একটি ছবি পোস্ট করে নকীব খান লেখেন, ‘৩০ বছর পার করেছে রেনেসাঁ।’ যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন তার কতটা পূরণ হয়েছে? নকীব খান বলেন, ‘স্বপ্নের কাছাকাছি যেতে পেরেছি। শুরু থেকেই কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে এবং মননশীলতা বজায় রেখে গান করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। সেই জায়গা থেকে কখনো সরে আসিনি। এই সময়টায় মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’ দেশ-বিদেশের স্টেজ শোতে গাওয়ার পাশাপাশি এ পর্যন্ত চারটি একক অ্যালবাম প্রকাশ করেছে ‘রেনেসাঁ’। এগুলো হলো ‘রেনেসাঁ’ (১৯৮৮), ‘তৃতীয় বিশ্ব’ (১৯৯৩), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে ‘একাত্তরের রেনেসাঁ’ (১৯৯৮) ও ‘একুশ শতকের রেনেসাঁ’ (২০০৪)। ১৬ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘বাংলাদেশ বিজয় উত্সব’-এ গান করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.