তিশার ‘নীল চোখ’
স এম সাজু, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় নাট্য নির্মাতা সাগর জাহান গত তিন বছর ধরে জানুয়ারি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে একটি নাটক নির্মাণ করে আসছেন। এটা এখন একটা নিয়মে পরিণত হয়েছে। আর এ নিয়মের মধ্যে ফ্রেমে আটকা পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাগর জাহানের নিয়ম হওয়া এ নাটকে প্রধান চরিত্রে তিনিও নিয়মিত অভিনয় করে আসছেন। এই নিয়ে চতুর্থবারের জন্য সাগর জাহানের সঙ্গে কাজ করছেন তিনি।
এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, গত তিন বছর ধরে সাগর ভাইয়ের নাটকে কাজ করছি। জানুয়ারি ১ থেকে ৩ তারিখ তার কাজের জন্য আমি শিডিউল রাখি। আজ শুটিংয়ের শেষ দিন। গল্পটি বেশ চমৎকার। আশা করছি দর্শক উপভোগ করবেন। বর্তমানে উত্তরার বিভিন্ন লোকেশনে নির্মাণাধীন এবারের নাটকটির নাম ‘নীল চোখ’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিশো।
এদিকে বর্তমানে নাটকের চেয়ে চলচ্চিত্রেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন তিশা। যে কারণে টিভি পর্দায় তার উপস্থিতিও কম। কিছুদিন আগে তিশা ‘মেন্টাল’ ছবির কাজ শেষ করেছেন। শামীম আহমেদ রনির পরিচালনায় এবারই প্রথম শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি অনন্য মামুনের পরিচালনায় ‘অস্তিত্ব’ ছবির শুটিংও শেষ করেছেন তিশা।