তূর্ণা নিশীথার চালক বরখাস্ত, পাঁচ তদন্ত কমিটি
ব্রাক্ষণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালককসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচটি তদন্ত কমিটি৷
সোমবার রাত ৩টার একটু আগে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেল ক্রসিংয়ে উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার বলেন, ‘‘তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমাস্টার তাহের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ আমরা মনে করছি, ড্রাইভারের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটেছে৷’’
এই দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে দুটি, রেলপথ মন্ত্রণালয় একটি, সরকারি রেলপরির্দশকের দপ্তর একটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে৷
দুই ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন৷
মঙ্গলবার সকালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ এ ব্যাপারে আমাদের রেলের যারা কাজ করেন তাদের সতর্ক করা উচিত৷ সেই সাথে সাথে যারা রেলের চালক তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন৷
‘‘আমরা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলাম, কিন্তু দুর্ভাগ্য যে এখানে দুর্ঘটনা ঘটে গেল৷ ঠিক জানি না কেন এই শীত মৌসুম আসলেই কিন্তু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই রেলের দুর্ঘটনা ঘটতে থাকে৷’’
সূত্র: ডয়চে ভেলে।