তোর জন্য কষ্ট আমার
শিশুসাহিত্যিক কবি ছড়াশিল্পী রমজান আলী মামুন। দীর্ঘ দিন ধরে নানা আঙিকে লিখে চলেছেন অবিরত। ছড়া,কবিতা.গল্প ও নানা মাধ্যমে গদ্য লেখায় তাঁর জুড়ি নেই। ইতোমধ্যে বিভিন্ন শাখায় তাঁর অনেক গ্রন্থও প্রকাশ পেয়েছে । এবার আমারই সতীর্থ বন্ধুবর মামুন পাঠকদের উপহার দিতে যাচ্ছেন তাঁর রোমান্টিক ছন্দোময় নিরেট প্রেমের কবিতা। কবি এমরান চৌধুরী তাঁর ভূমিকায় বলেছেন, এ গ্রন্থের প্রতিটি কবিতা পাঠককে নিয়ে যাবে কষ্টের গহীন ভিতর-যার আক্ষরিক প্রয়াস “তোর জন্য কষ্ট আমার”। গ্রন্থটি প্রকাশ করছে চট্টগ্রামের অভিজাত অাবির প্রকাশন। ঢাকাস্থ বাংলা একাডেমির ৩৬৬ নং স্টলে এবং চট্টগ্রামের একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। স্বনামধন্য চিত্রশিল্পী উত্তম সেনের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা।গ্রন্থটির সার্বিক সাফল্য কামনা করি।