দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ফেসবুকে পর্নোগ্রাফি!
ভারতের কাছে টেস্ট সিরিজ হেরে (৩-০) তোপের মুখে হাশিম আমলা , এবি ডি ভিলিয়ার্সরা। দলের করুণ অবস্থা দেখে অবসর ভেঙ্গে ফের জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। কিন্তু এবার নাকাল হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারাও। সমর্থকরা তাদের ধুয়ে দিচ্ছে। কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী এক কা- ঘটিয়ে বসলো দক্ষিণ আফ্রিকার এক বেরসিক সমর্থক। বুধবার সকালে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’র ফেসবুক পেজ খুলতেই চমকে যান সবাই। পেজ ঠাসা পর্নোগ্রাফিক উপাদানে। ৩০ লাখের বেশি লাইক রয়েছে এই পেজটিতে। পেজে নিয়মিত আপডেট দেয়া হয়ে থাকে। ফলে ফলোয়ারদের আনাগোনা লেগেই রয়েছে। সেখানে এমন যৌনতাপূর্ণ উপাদান দেখে সকলে চমকে যান। শুধু যৌনতাই নয়, ছিল বর্ণবিদ্বেষমূলক পোস্টও। প্রায় দুই ঘণ্টা ধরে এই ধরনের জিনিসপত্র পেজে দেখা যায়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোনো বেরসিক সমর্থক দলের এমন বিপর্যয়ে ক্ষোভ ঝাড়তেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও পরে বিষয়টি সামলে নেয়া সম্ভব হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুক এবং টুইটারে ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পেজটি হ্যাক করা হয়েছিল বলে তারা জানিয়েছে। কারা এই কাণ্ড করলো, তা নিয়ে তারা তদন্ত করছে।