দশ বছর পর একসঙ্গে রুনা ও মিলি
রুনা খান ও ফারহানা মিলি প্রায় একই সময়ে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। তবে নাট্যাঙ্গনে তাদের পথচলায় তারা দু’জন শুধু একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছিলেন আজ থেকে দশ বছর আগে। দশ বছর পর তারা দু’জন একসঙ্গে একই নাটকে অভিনয় করছেন।
অনিমেষ আইচের কাহিনী, চিত্রনাট্য ও নির্দেশনায় ‘বুবুনের সাত সতেরো’ ধারাবাহিক নাটকে তারা দু’জন একসঙ্গে কাজ করছেন। গত সপ্তাহে ধারাবাহিক এ নাটকটির শুটিং শুরু হয়েছেন রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। পারিবারিক কমেডি ঘরানার গল্পের এই নাটকে রুনা খান অভিনয় করছেন তামান্না চরিত্রে এবং তার বোন মারিয়া চরিত্রে অভিনয় করছেন ফারহানা মিলি।
অনিমেষ আইচ সর্বশেষ ‘বিন্দু বিসর্গ’ ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছিলেন। রুনা খান ও ফারহানা মিলির অভিনয় প্রসঙ্গে অনিমেষ আইচ বলেন, ‘দুইজনেই দু’জনের চরিত্রে সাবলীল অভিনয় করছেন। এককথায় আমি দু’জনের কাজ নিয়ে সন্তুষ্ট। দর্শকেরও ভালোলাগবে তাদের কাজ।’
রুনা খান বলেন, ‘যেহেতু পারিবারিক কমেডি গল্পের নাটক এটি, তাই অভিনয় করা একটু কঠিনই বটে। চেষ্টা করছি নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’
ফারহানা মিলি বলেন,‘ দশ বছর আগে রুনা আপুর সঙ্গে কাজ করেছিলাম। আবার একই সঙ্গে একই ধারাবাহিকে কাজ করছি বেশ ভালোলাগা নিয়েই। অনিমেষ দা’র নির্দেশনায় এর আগে রাতের গল্পতে অভিনয় করেছিলাম। তার নির্দেশনায় এবারই প্রথম ধারাবাহিক নাটকে কাজ করছি। দাদা অনেক যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। আমি কাজ করে তৃপ্ত।’
পরিচালক অনিমেষ আইচ জানান, শিগগিরই ‘বুবুনের সাত-সতেরো’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।
দশ বছর আগে রুনা খান ও ফারহানা মিলি রাজীবুল ইসলামের ‘বালুঘড়ি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
এদিকে রুনা খান এরই মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাজেদুল আউয়াল পরিচালিত ‘ছিটিকিনি’র স্বল্পদৈর্র্ঘ্য চলচ্চিত্র মৃত্তিকা গুণ পরিচালিত ‘কালো মেঘের ভেলা’র কাজ শেষ করেছেন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘গোলাপী মঞ্জিল’ ও আরটিভিতে ‘সিসিমপুর’ ধারাবাহিক নাটক।
অন্য দিকে ফারহানা মিলি অভিনীত ধারাবাহিক ‘শূন্য থেকে শুরু’ আরটিভিতে এবং ‘বাক্সবন্দী’ এনটিভিতে প্রচার হচ্ছে। উল্লেখ্য, অনিমেষ আইচ ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।