দাঁ‌ড়ি‌য়ে শহীদ ম‌িনার

খালেদ সরফুদ্দীন

আমার ভাষাতে আমি কথাবলি
তোমার ভাষাতে তুমি,
ভিনদেশে এসে মনেপড়ে বেশি
জননী জন্মভূমি।

আমার আছে বাসন্তীরঙ, ফাল্গুনীরব
প্রভাতফেরীতে হাঁটা,
গন্ধশুঁকে নতুন বইয়ের ,সারাটাদিন
বইমেলাতে কাটা ।

 

সব বাঙালীরা বরাদ্দ দেয়
নিজের বুকের কিনার,
রাত বারোটায় ফূলনেবে আজ
দাঁড়িয়ে শহীদ মিনার।

খালিপায়ে এসো প্রভাতফেরিতে
ধীরে ধীরে সারী সারী,
সম্মানিত শহীদ মিনার
একুশে ফেব্রুয়ারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.