দারুন খবর – এবার এক ফোনে দুই ডিসপ্লে

দারুন খবর – এবার এক ফোনে দুই ডিসপ্লে

ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে আসছে হরেক রকমের স্মার্টফোন। ক্রেতাদের টানতে ফোনে থাকছে বিশেষ বিশেষ ফিচার। ফোনের ডিজাইনেও থাকছে বৈচিত্র্য। এমনই একটি ফোন এনইসি মিডিয়াস ডব্লিউ এন-০৫ই। এই ফোনে আছে দুই ডিসপ্লে।

অ্যানড্রয়েড চালিত এই ফোনটির দুই ডিসপ্লেই এক সঙ্গে কাজে লাগানো যায়। উভয় ডিসপ্লের আয়তন ৪.৩ ইঞ্চি। এই ডিসপ্লেতে কিউএইচডি প্রযুক্তির সংমিশ্রণ দেয়া হয়েছে। ফোনের ফ্লিপ কভারের মতই একটি ডিসপ্লের ওপর অন্যটি ভাঁজ করে রাখা যায়। দুইটি ডিসপ্লেতে আলাদা আলাদাভাবে কাজ করা যাবে। ধরুণ একটি ডিসপ্লেতে আপনি ভিডিও দেখলেন অন্যটি দিয়ে মেসেজ পাঠানো কিংবা গেমসও খেলতে পারবেন।

ফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো সুযোগ আছে। এটি অ্যানড্রয়েড ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম চালিত।

এই ফোনটি সর্বপ্রথম বাজারে আসে ২০১৩ সালে। কিন্তু এটির লো কনফিগারেশনের কারণে বাজার মাত করতে ব্যর্থ হয়।

ফোনটির দরদাম সম্পর্কে কিছু জানা যায়নি। বাংলামেইল২৪ডটকম

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.