দিনে ৫ হাজার বার পর্নো সাইটে ঢুঁ
দিনে ৫ হাজার বার পর্নো সাইটে ঢুঁ
লন্ডনের শীর্ষ স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা তারা। মানুষ গড়ার প্রতিষ্ঠানে চাকরি করেও তারা দিনে ৫ হাজার বার ঢুঁ মারেন পর্নো ওয়েবসাইটে। এ তথ্য প্রকাশিত হয়েছে শিক্ষার্থী বিষয়ক পত্রিকা দ্য ট্যাবে। তারা এ তথ্য পেয়েছে ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে। এতে বলা হয়েছে লন্ডনের ওই বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন (ইউসিএল)। এখানে চাকরি করেন ওইসব কর্মকর্তা। সেখানকার কম্পিউটারের তথ্য যাচাই করে দেখা গেছে গত আগস্টে একটি পর্নো সাইটে ঢুঁ মারা হয়েছে এক লাখ ২৫ হাজারের বেশি বার। শতকরা ৫ থেকে ১০ ভাগ ব্রাউজার হলো বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবিশেষ। তবে ইউসিএলের নেটওয়ার্ক তল্লাশি করে দেখা গেছে গ্রীষ্মের সময়টাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলেন বেশির ভাগ স্টাফ ও প্রতিনিধি। এর অর্থ হলো বিশ্ববিদ্যালয়ের ৬২৫০ জন স্টাফ ও ১২০০০ ডেলিগেট আগস্টে ফ্রিতে ওয়েবসাইট ব্রাউজ করেন।