দীর্ঘদিন পর…
সংসার ও গান রেকর্ডিং নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে, কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে অনেক প্রস্তাব থাকলেও বিদেশে শো খুব কম করেন তিনি। বিশেষ করে দুই মেয়ের দেখাশোনা ও সংসার সামলে তার এখন বিদেশ যাওয়া হয়ে ওঠে না। আর তাইতো ন্যান্সি সব সময় অকপটে স্বীকার করে এসেছেন বিদেশে শো করতে না যাওয়ার কারণ। তবে, দীর্ঘদিন পর এবার দুবাইতে শো করতে গিয়েছেন এ সংগীত তারকা। গতকাল সন্ধ্যায় শারজায় একটি বড় মাপের কনসার্টে অংশ নিয়েছেন তিনি।
তার সঙ্গে এ বৈশাখের কনসার্টে আরো গেয়েছেন মনির খান, এফএ সুমন, প্রতীক হাসান, তাসনিক আনিকাসহ অনেকে। দুবাইতে যাওয়ার আগে ন্যান্সি জানান, আসলে সংসার দেশের শো ও রেকর্ডিং সামলে বিদেশের মাটিতে শো করার সময় হয়ে ওঠে না। এ কারণে অনেক বিদেশ সফর আমি ফিরিয়ে দিয়েছি। কিছু করার নেই। কারণ আমার দুই মেয়ে ও সংসারকে আমি আগে প্রাধান্য দেই। এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় দুবাইয়ে শো করতে যাচ্ছি। এদিকে দুবাই থেকে ফিরেই ন্যান্সি ব্যস্ত হয়ে পড়বেন ঈদমুখী কাজে। এরই মধ্যে বেশ কিছু ঈদের গান করার কথা পাকাপাকি হয়েছে। সেগুলো রোজার মধ্যেই করে ফেলবেন তিনি। তাছাড়া একটি অ্যালবাম করার কথাও রয়েছে। এ বিষয়ে ন্যান্সি বলেন, আমি চলতি বছর গান তুলনামূলক কম করেছি। আমার মনে হয় সব শিল্পীই গান কম করেছে। কারণ গানের বাজার গত দুই বছরের মতো নেই। তারপরও ঈদের বেশ কিছু গানে কণ্ঠ দেবো। কথা হয়েছে। কিছু গানের কাজ চেষ্টা করবো রোজার আগেই শেষ করতে। যেগুলো পারবো না সেগুলোর কাজ রোজার মধ্যে শেষ করবো। আশা করছি ভালো কিছু হবে।