দুই বছর নিষিদ্ধ ইয়াসির শাহ
পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর ডোপ টেস্টের পুরো রিপোর্ট হাতে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রিপোর্টে বলা হয়, ইয়াসির শাহ তার স্ত্রীর ব্লাড পেসারের ওষুধ গ্রহণ করতেন। এ কারণে পিসিবি সিদ্ধান্ত নিয়েছে- বি স্যাম্পলের টেস্ট করা হবে না। বি স্যাম্পল টেস্ট না হওয়ায় শাস্তি পেতেই হচ্ছে ইয়াসিরকে। দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে।
গেল বছরের ১৩ নভেম্বর ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন তিনি। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডোপ টেস্টের ফল পাওয়ার আগ পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে।
বর্তমানে ইয়াসির আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে চারে রয়েছেন। মাত্র ১২ টেস্টে ৭৬ উইকেট নেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার।