দেবীর পর ফুড়ুৎ
বী’ মুক্তির ৫০ দিন পূর্ণ হলো গতকাল। আর এদিনই নতুন ছবির ঘোষণা দিলেন জয়া আহসান। অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’র পরের ছবির নাম ‘ফুড়ুৎ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খবর দিলেন জয়া। সঙ্গে জুড়ে দিলেন হাতে আঁকা একটি পোস্টার। কে পরিচালক, চিত্রনাট্য কে করছেন, পাত্র-পাত্রী কারা—কিছুই জানাননি। তবে জানালেন, ‘এটা কমেডি ড্রামা, কমেডির মোড়কে মানবিকতার গল্প।
চিত্রনাট্য লেখা শেষ, চলছে শিল্পী বাছাই। ২০১৯ সালেই মুক্তি পাবে ছবিটি। আপাতত আর কিছুই জানাচ্ছি না। থাক না কিছু রহস্য। ’ ‘দেবী’র সাফল্যে উজ্জীবিত হয়েই শুরু করেছেন নতুন ছবির কাজ। জয়া বলেন, “দেশ-বিদেশের অগণিত দর্শক ‘দেবী’ দেখেছেন, ছবিটিকে ব্যবসাসফল করেছেন। সেসব দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই নির্মাণ করছি ‘ফুড়ুৎ’। আমরা নিয়মিতভাবে শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে চাই। ”