‘দেবী’র পোস্টারে বড়পর্দার প্রথম মিসির আলী

ছোটপর্দায় একাধিক মিসির আলীকে দেখা গেলেও বড়পর্দার মিসির আলীর জন্য দিন গুণছিলেন ভক্তরা। হুমায়ূন আহমেদের আইকনিক চরিত্রটির পর্দা অভিষেক হচ্ছে অনম বিশ্বাসের ‘দেবী’তে।

একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটিতে। আর এ উপন্যাসে পাঠক প্রথমবার মিসির আলীকে আবিষ্কার করে। এরপর একে একে অসাধারণ সব উপন্যাস ও গল্পের মাধ্যমে চরিত্রটি পায় আকাশচুম্বী জনপ্রিয়তা।

কিন্তু নাটক বা সিনেমার ক্ষেত্রে সমস্যা হলো— জটিল এ চরিত্রকে কীভাবে তুলে ধরা হবে আর অভিনেতাই বা কে হবেন। সিনেমার ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর বাছাইকে অবশ্য সবাই প্রশংসা করেছেন। কারণ ভিন্ন ভিন্ন চরিত্র ও গেটআপে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। সম্প্রতি ‘আয়নাবাজি’র জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবার দেখিয়ে দিলেন নিজের উচ্চতা।

‘দেবী’র নির্মাতা সেই সুযোগটিই যেন নিলেন। পুরস্কার ঘোষণার সপ্তাহ না পেরুতেই সিনেমাটির প্রথম পোস্টারে হাজির করলেন মিসির আলীকে। অবশ্য এ চরিত্র নিয়ে চাপেই ছিলেন নির্মাতা। এবার দেখার পালা দর্শক কতটুকু সন্তুষ্ট হয়।

পোস্টারে অবশ্য চঞ্চল রহস্যময়ভাবেই এসেছেন। কালোর আবহে সাদা রঙের ছায়াময় স্কেচে দেখা গেল। বোঝা যাচ্ছে মিসির আলীকে স্পষ্ট করে দেখতে আরো অপেক্ষা করতে হবে। আর ডানপাশে দেখা যাওয়া চরিত্রটি সম্ভবত রানু।

সিনেমাটিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সরকারি অনুদানের এ সিনেমার সহ-প্রযোজনা করছে এ অভিনেত্রীর প্রতিষ্ঠান সি তে সিনেমা।

এদিকে সম্প্রতি সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ। তার জানান, ‘দেবী’ নির্মাণে লেখকের সন্তানদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।
বিএমডিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.