দেশটি আমার দেশটি তোমার
ইমরান পরশ
দেশটি আমার দেশটি তোমার
দেশটি কোনো দলের না
স্বাধীন দেশের আমজনতা
পদ্ম ভাসা জলের না।
দেশের ভালো মন্দে সবাই
এক কাতারে লড়েছি
বুকের তাজা রক্ত দিয়ে
দেশটি স্বাধীন করেছি।
স্বৈরাচারও হটিয়েছি
বীরজনতার আন্দোলনে
মিষ্টি কথায় ভুলব না আর
দুলব না আর কান দোলনে।
খেমটা তালে নাচব না আর
আমরা হব শক্ত
দেশকে ভালো রাখতে না হয়
ঢালব আবার রক্ত।