দেশে ফেসবুক ব্যবহারকারীর ২৩ শতাংশ নারী
দেশে নারী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৩ শতাংশ। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উই আর সোশ্যালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বর্তমানে ফেসবুকে নারী ব্যবহারকারীর সংখ্যা ৩৮ শতাংশ। কিন্তু দেশের হিসাবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে নারী ফেসবুক ব্যবহারকারী সংখ্যা আরও কম। এ তিনটি দেশের প্রতি চারজন নারীর মধ্যে একজন নারী ফেসবুক ব্যবহার করে থাকেন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভারতে নারী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ শতাংশ এবং পাকিস্তানে ২২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে বেশি নারী ফেসবুক ব্যবহারকারীর দেশ নিউজিল্যান্ড। দেশটিতে ৫৯ শতাংশ নারী ফেসবুক ব্যবহার করেন। অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া ও ফিলিপাইনেও অধিক নারী ফেসবুক ব্যবহার করেন।