দেশ-বিদেশের বুলেট ট্রেন
জাপানই বুলেট ট্রেনের জনক। তবে তার পর পৃথিবীর বহু দেশেই রমরমিয়ে চলছে বুলেট ট্রেন। অসম্ভব গতিতে, কিন্তু প্রায় নিঃশব্দেই। যে ট্রেনের গতি এখন ঘণ্টায় ৫৭৫ কিলোমিটারেরও বেশি। ফ্রান্স, জার্মানি, স্পেন, কানাডা, চিন, জাপানের পর স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি ও আমেরিকাতেও চালু হয়েছে বুলেট ট্রেন। সর্বশেষ জাপানের সহযোগিতায় ভারতেও চালু হতে যাচ্ছে এই বুলেট ট্রেন্