ধনীদের শহর বেইজিং
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছ থেকে ‘বিলিয়নেয়ার রাজধানী’র তকমা ছিনিয়ে নিয়েছে চীনের রাজধানী বেইজিং। অর্থাৎ এ শহরটিতে এখন সব থেকে বেশি সংখ্যক বিলিয়নেয়ার বাস করেন। নতুন এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। বেইজিংয়ে নতুন বিলিয়নেয়ার যোগ হয়েছেন ৩২ জন। এতে করে শহরটি নিউইয়র্ককে ছাপিয়ে গেছে। শাংহাইএর প্রতিষ্ঠান হুরুন প্রতিবছর এ জরিপটি প্রকাশ করে। এ খবর দিয়েছে বৃটেনের ইন্ডিপেন্ডেন্ট। বেইজিংয়ে এখন বিলিয়নেয়ারের সংখ্যা মোট ১০০ জন। আর নিউইয়র্কে ৯৫ জন। সর্বাধিক বিলিয়নেয়ার সমৃদ্ধ শীর্ষ ১০ শহরের ৫টিই চীনের। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার মস্কো। এখানে ৬৬ জন বিলিয়নেরয়ার রয়েছেন। এরপর ৬৪ ও ৫০ জন বিলিয়নেয়ার নিয়ে যথাক্রমে রয়েছে হংকং ও শাংহাই। এরপর রয়েছে, লন্ডন (৫০), শেনজেন (৪৬), মুম্বই (৪৫), হ্যাংঝাউ (৩২), প্যারিস (৩০) ও তাইপে (২৩)। হুরুনের বৈশ্বিক ধনাঢ্য ব্যক্তিদের ২০১৬ সালের তালিকা অনুযায়ী, এ বছর নতুন যোগ হয়েছেন ৯৯ জন বিলিয়নেয়ার। এতে করে মোট বিলিয়নেয়ারে সংখ্যা ঠেকেছে ২১৮৮ জন। এ যাবত কালে এটা রেকর্ড।