ধর্মশালার গ্যালারিতে সাব্বিরকে বিয়ের প্রস্তাব
ভারতের ধর্মশালায় এসে প্রকৃতির প্রেমে পড়বে না এমন মানুষ পাওয়া দুষ্করই না, অবিশ্বাস্য!
প্রকৃতির প্রেমে তো পড়াই যায়, তবে অনেকই আছেন যারা মানুষের প্রেমেও পড়ে যান। তেমনটি হয়েছে সিমলার এপিজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পৌলির সঙ্গে।
বাংলাদেশি এ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সিমলায় পড়াশোনা করছেন। বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানের প্রেমে পড়েছেন পৌলি। তাকে বিয়ে করতে চান। নিরাপত্তার বাঁধা ডিঙ্গিয়ে সাব্বির পর্যন্ত পৌঁছানো পৌলির পক্ষে সম্ভব না। তাই ধর্মশালা স্টেডিয়ামে প্ল্যাকার্ড হাতে নিয়ে সাব্বিরকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পৌলি। সরাসরি প্ল্যাকার্ডে লিখেছেন,‘ম্যারি মি সাব্বির।’
সাব্বিরকে পছন্দ করার কারণ প্রসঙ্গে পৌলি রাইজিংবিডিকে বলেন,‘ও খুব ভালো ব্যাটিং করে। জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার। আর সবচেয়ে বেশি পছন্দ লাগে ওর চোখ।’
উৎসাহ উদ্দীপনায় ভরপুর পৌলি আরও বলেন,‘সাব্বিরকে অনেক পছন্দ করি। ওকে বিয়ে করতে চাই। আমার বার্তা ওকে পৌঁছে দেওয়ার জন্যে এখানে এসেছি। ও এখানো অবিবাহিত। যতটুকু শুনেছি ওর কোনো গার্লফ্রেন্ড নেই।’
সৌম্য সরকার শুরুতে আউট হয়ে যাওয়ার পর সাব্বির ব্যাটিংয়ে আসেন। কিন্তু ১৫ রানে শেষ সাব্বিরের ইনিংস। পৌলির বিয়ের আবেদন হয়ত সাব্বিরের পক্ষে গ্রহণ করা সম্ভব না। কিন্তু ধর্মশালায় ক্যামিও ইনিংস খেলে মনরক্ষা করতে পারতেন মারকুটে এ ব্যাটসম্যান।