নতুন অ্যালবাম নিয়ে লুইপা

নতুন অ্যালবাম নিয়ে লুইপা

কণ্ঠ শিল্পী লুইপা

 

তার গান যিনি শুনেছেন, তিনি মুগ্ধ হয়েছেন। কণ্ঠে তার এমনই জাদু, সেই জাদু আর সুরের খেলায় মুগ্ধ করেন তিনি শ্রোতাদের। অথচ গানের জগতে তাকে বলা যায় একবারেই নবীন। তিনি লুইপা। ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় ছিটকে পড়েও আবার নিজ যোগ্যতায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন তিনি। সম্প্রতি তার প্রথম একক অ্যালবামের মোড়ক উন্মোচিত হলো। ‘আজ যে অবস্থানে এসেছি আমি তার পেছনে শুরু থেকে যারা আমার পাশে ছিলেন সবসময় ছায়ার মতো তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তাদের সহযোগিতা না থাকলে আজকের কণ্ঠশিল্পী লুইপা হয়ে ওঠা হতো না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাবা-মাকে যাদের কারণে সুন্দর এই পৃথিবীর আলোর মুখ দেখা। আলমগীর, আমার জীবনসঙ্গী, তার সাহস ছাড়া ‘ছায়াবাজি’ হতোই না।’ নিজের প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’র মোড়ক উন্মোচনে আবেগ তাড়িত কণ্ঠে এমনটাই বলছিলেন লুইপা। সম্প্রতি রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে লুইপার ‘ছায়াবাজি’র মোড়ক উন্মোচন হয়। লুইপা মোড়ক উন্মোচনের পূর্বে আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করেন সবার প্রতি। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু, আঁখি আলমগীর, মৌটুসী পার্থ, পলাশ, জাহাঙ্গীর, ক্লোজআপ তারকা অপু, সাব্বির, রন্টি দাশ, পাওয়ার ভয়েজের কর্ণিয়া, নাট্যপরিচালক তাহের শিপন, পল্লব স্যানাল, বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমানসহ অনেক সাংবাদিক। অভিনেতা ও উপস্থাপক নীরব খান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। আলম আরা মিনু বলেন, ‘লুইপার জন্য অনেক শুভ কামনা। সত্যি বলতে কী বড়দের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা দেখে আমি মুগ্ধ হয়েছি। তার অসাধারণ কণ্ঠ শ্রোতাদের আরও মুগ্ধ করবে এটাই আমার আশা।’ গত ঈদে লুইপার প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’ বাজারে আসে সিডি চয়েজের ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.