নতুন খবর দিলেন তিন্নি

অভিনেতা হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৪ সালের ১৮ই ফেব্রুয়ারি আবারও বিয়ে করেন মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। দেরিতে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি সবাইকে বিয়ের খবরটা দেন। তার বরের নাম আদনান হুদা সাদ। তবে এ খবরের বাইরে কেউ জানতেন না যে তিন্নি আবারও মা হয়েছেন। তার প্রথম কন্যা ওয়ারিশার সঙ্গে মিল রেখেই দ্বিতীয় এ মেয়ের নাম রাখা হয়েছে আরিশা। এ প্রসঙ্গে তিন্নি মানবজমিনকে বলেন, ওয়ারিশার বয়স এখন ৭ বছর এবং আরিশার বয়স প্রায় ১ বছর। দুই মেয়েকে নিয়েই বেশ ভালোই সময় কাটছে। কয়েকদিন আগে একটি নাটকে অভিনয় করেছি। ভালোই লেগেছে কাজ করে। আমি সবসময়ই ভালো কাজ করতে চাই। এইতো বুধবার দেবাশীষ বিশ্বাসদার ডাকে আড্ডা দিতেই এফডিসিতে গিয়েছিলাম। সবার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো। উল্লেখ্য, ২০০৪ সালে তিন্নি মিডিয়ায় আসেন মডেলিংয়ের মাধ্যমে। পরবর্তীতে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করলে বেশ জনপ্রিয়তা পান। এই জনপ্রিয়তা তাকে মূলধারার চলচ্চিত্রে নিয়ে আসে। প্রসঙ্গত, অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে প্রথম বিয়ে হয় তিন্নির। তখন তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান ওয়ারিশা। আইনি জটিলতা পেরিয়ে ওয়ারিশা মায়ের কাছেই থাকছে। এর মধ্যে দ্বিতীয় বিয়ের খবর সবাই জানার আগেই দ্বিতীয় সন্তান আরিশার মা হন একসময়ের সাড়াজাগানো মডেল ও অভিনেত্রী তিন্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.