নতুন স্বপ্নযাত্রায় দূরন্ত গতিতে ‘অক্সিজেন’
‘অক্সিজেন’ একটি ব্যান্ড দল। মিউজিক ভালোবাসেন এরকম ৫ তরুণ মিলে গড়ে তোলেন এটি। ভোকাল, গিটারিস্ট ও ফাউন্ডার আপেল জাহান, ড্রাম’স থিয়ফিল রাজু, বেস ওয়াসি, লিড গিটারিস্ট জাহাঙ্গীর আলম, রিফ গিটারিস্ট নাবিল এবং হিরা ম্যানেজার হিসেবে রয়েছেন।
শুরুটা ১১ নভেম্বর ২০১৪। স্বল্প পরিসরে শুরু হলেও দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে তারুণ্য নির্ভর এই ব্যান্ড দল।
নিজের স্বপ্নের কথাগুলো বলছিলেন ব্যান্ড দলের ভোকাল, গিটারিস্ট এবং ফাউন্ডার আপেল জাহান। তিনি বলেন, গানই আমাদের অক্সিজেন। গান নিয়ে অনেক স্বপ্ন আমাদের। গানের মাধ্যমে আমরা আজ আগামীকে জয় করার স্বপ্ন দেখি। আমরা প্রচুর সাড়া পাচ্ছি, আশা করছি আরো ভালো কিছু করতে পারবো। সারা দেশেই শো করছে ‘অক্সিজেন’।
নতুন স্বপ্নযাত্রায় দূরন্ত গতিতে ‘অক্সিজেন’অফিসিয়াল ফেসবুক পেজের (https://www.facebook.com/bandoxygen/) মাধ্যমেই বেশি কন্ট্রাক্ট হয় বলে জানালেন ড্রামার রাজু। এছাড়াও পরিচিতদের মাধ্যমেও কন্ট্রাক্ট হয়।
এভাবেই বিশাল স্বপ্ন নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ‘অক্সিজেন’। মিউজিকের ভিন্নতা, নিজস্বতা আর সুরের মুগ্ধতা দিয়ে ‘অক্সিজেন’ নিজেকে সবার সামনে তুলে ধরতে সক্ষম।