নদী দূষণমুক্ত রাখার আহ্বান
রাজশাহী, বাসস : জেলায় তরুণদের এক প্রচারণঅ সভায় বক্তারা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দূষণমুক্ত ও অবাধ নদীপ্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বক্তারা বলেন, এক সময় নদীর ওপর নির্ভরই করে সভ্যতার গড়ে উঠেছিল। কিন্তু বর্তমানে বেশিরভাগ নদী মারাত্মক দূষণের শিকার হওয়ায় প্রাকৃতিক পরিবেশের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার দুপুরে নগরীর পদ্মা নদী তীরবর্তী লালন শাহ অ্যামিউজমেন্ট স্পটে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বিএআরসিআইকে) ও বারিন্দ এডুকেশন অ্যান্ড কালচারাল ডাইভারসিটি প্রটেকশন সেন্টার (বিইসিডিপিসি)-এর যৌথ অয়োজনে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ওয়াইএএসসি), এলিজিবল ইয়ুথ ফর ইভালুশন (ইওয়াইভি), বাংলাদেশ ইনিশিয়েটিভ এডুকেশন সার্ভিস (বিআইইএস) ও রোটারাক্ট ক্লাব অব রাজশাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ৮০ জনের বেশি তরুণ এতে অংশ নেয়।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নদী দূষিত হলে সমগ্র জনস্বাস্থ্যই বিপর্যয়ের শিকার হয়।
পদ্মা নদীর নিরাপত্তা পুরো রাজশাহী ও বিশাল বরেন্দ্র অঞ্চলের নিরাপত্তা উল্লেখ করে তিনি বলেন, জীবন চলার অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী এ নদীকে দূষণ থেকে রক্ষা করায় সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, মানব সভ্যতা ও পরিবেশ সংরক্ষণে বর্তমান পরিস্থিতিতে পানি সম্পদ যাতে দূষিত ও অপরিচ্ছন্ন না হয় সে ব্যপারে গণসচেতনতা গড়ে তোলায় যথাযথ মনোযোগী হতে হবে।
বিএ আরসিআইকে-এর বরেন্দ্র অঞ্চলের সমন্বয়ক শহিদুল ইসলাম, বিইসিডিপিসি-এর সভাপতি জোয়াদ আহমেদ রফি, ওয়াইএএসসি-এর প্রতিষ্ঠাতা পরিচালক শামিউল আলম শাওন ও ইওয়াইভি-এর প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম নবী রণি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।