নারীর প্রসাধনী: শখ যখন আকাশছোঁয়া

অ্যালোভেরা, মধু কিংবা গোলাপ ফুলের পাপড়ি ভেজানো জল— রূপ সচেতনদের কাছে সৌন্দর্যচর্চার অনন্য উপাদান হিসেবে সবসময় স্বীকৃত। আজ থেকে শত বছর আগে যখন হাতের কাছে নান্দনিক সব কসমেটিক পণ্যের সমাহার ছিল না, সৌন্দর্যের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা থেকে শুরু করে রূপ সচেতনরা আশ্রয় খুঁজে নিতেন এসব উপাদানে। তবে প্রযুক্তির আর সৃষ্টিশীলতার হাত ধরে সৌন্দর্যের সংজ্ঞা বদলেছে বারবার। লুকানো রূপকে প্রকাশের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করতেও জুড়ি নেই প্রসাধনী পণ্যের।

বিশ্বব্যাপী এখন যেসব কসমেটিক ব্র্যান্ড রূপ সচেতনদের আস্থা অর্জন করেছে, তার মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ান ডিওর। ব্র্যান্ডটি তাদের সৌন্দর্যের প্রতিনিধি হিসেবে বরাবরই সামনে এনেছে অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে। ব্র্যান্ডটি যখন তাদের ডিওরস্ক্রিন ফরএভার পারফেক্ট কমপ্লেকশন ফাউন্ডেশন বাজারে পরিচিত করিয়ে দেয়, তখন মুখপাত্র হিসেবে এসেছেন নাটালি পোর্টম্যান।

মজার ব্যাপার হচ্ছে, সচরাচর ডিওর কিন্তু তাদের পণ্য তালিকায় ফাউন্ডেশন নিয়ে আসে না, সেক্ষেত্রে নাটালির হাত ধরে তারা নতুন করে পণ্যটি পরিচয় করিয়ে দিচ্ছে। মেকআপ বেজ, ফাউন্ডেশন আর লুস পাউডার— ডিওরস্ক্রিন ফরএভার ফ্লুইড ফাউন্ডেশনের রয়েছে মোট ১২টি শেড। ত্বকের ধরন আর রঙ অনুযায়ী বেছে নেয়ার সুযোগ রয়েছে।

চলতি বছরের নতুন পণ্যের মধ্যে ডিওর পরিচিত করিয়ে দিচ্ছে স্প্রিং ফ্লাওয়ার্স নামে নতুন কিছু কসমেটিক। ডিওর মেকআপের ক্রিয়েটিভ অ্যান্ড ইমেজ ডিরেক্টর হিসেবে রয়েছেন পিটার ফিলিপস। যেহেতু কালেকশনটির নাম স্প্রিং ফ্লাওয়ার্স, তাই আই শ্যাডো থেকে শুরু করে মাশকারা, লাইনার, আইব্রোসে বিভিন্ন রঙের সমন্বয় ঘটিয়েছেন পিটার। স্নিগ্ধ ও শিল্পিত রঙের সঙ্গে চেহারার সহজাত দ্যুতি ছড়াতে তুলনা নেই সংগ্রহটির।

পেশাদার মেকআপ আর্টিস্টরা বরাবরই নির্ভর করেন ডিওরে। স্প্রিং ফ্লাওয়ার্স কালেকশনের আইশ্যাডো, লিপস্টিক, লিপ গ্লো, লিপ বাম সৌন্দর্যশিল্পীদের কথা মনে রেখেই প্রস্তুত করা হয়েছে, এমনই অভিমত পিটারের। মেকআপ আর্টিস্টদের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান প্রাইমার। মেকআপের অক্ষুণ্নতা বজায় রাখার পাশাপাশি এটি দীর্ঘমেয়াদে সৌন্দর্য অটুট রাখে।

সকালে সিগ্ধ অফিশিয়াল লুক থেকে শুরু করে রাতের জমকালো সাজ— সব ধরনের মেকআপের জন্য ডিওরের রয়েছে বিভিন্ন ধরনের প্রসাধনী। মেকআপের সঙ্গে ত্বক সুরক্ষার এমন কোনো পণ্য নেই, যা ডিওর প্রস্তুত করে না। মেয়েদের জন্য ক্লিনজার, টোনার, সিরাম, ক্রিম, স্কাব, মাস্ক থেকে শুরু করে পুরুষের জন্যও প্রসাধনী প্রস্তুত করে থাকে।

জেসিকা অ্যালবা, ক্রিস্টেন বেল থেকে শুরু করে অনেক তারকা রেড কার্পেটে আস্থা রাখেন ডিওরে। কেবল হলিউড তারকাদের মধ্যে নয়, প্রসাধনী হিসেবে ডিওরের কদর রয়েছে বাংলাদেশেও। গুলশান, বনানীর কসমেটিক শোরুম থেকে শুরু করে অনলাইন শপগুলোও ক্রেতাদের চাহিদার কথা মনে রেখে সরবরাহ করছে ডিওরের পণ্য। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দুবাই ঘুরতে গিয়ে কিনে নিতে পারেন পছন্দের এ ব্র্যান্ডের প্রসাধনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.