নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যম – সাঈদুল আরেফীন

নারী এবং গণমাধ্যম বিষয়টি বাংলাদেশের স্বাধীন সত্ত্বার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃত। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সম অধিকারের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রচলিত সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশে নারী নির্যাতনের কথা এখন অনেক বেশি আলোচিত । ফলে বর্তমানে আমাদের দেশে বিদ্যমান নারী নির্যাতন ইস্যূটি একটি জাতীয় ইস্যূ হিসেবে পরিগণিত। অন্যদিকে আমাদের গণমাধ্যমকে বিবেচনা করা হয় সমাজের চোখ হিসেবে। যে চোখ দিয়ে আমরা নারী নির্যাতন প্রতিদেরাধের ব্যাপারে অনেক বেশি সোচ্চার হতে পারি। সমাজের চোখ বা আয়না হিসেবে এক্ষেত্রে নিরপেক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করতে পারে আমাদের গণমাধ্যম। কারণ, গণমাধ্যম একজন নারীর মান সম্ভ্রম সব ধুলোয় মিশিয়ে দিতে পারে আবার নারীর অধিকার সুরক্ষায় যথাযোগ্য ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যম যদি সূতীক্ষ চোখ দিয়ে নারীর বিষয়গুলো তুলে না এনে তাহলে বিশাল ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমের সচেতনতার কোন বিকল্প নেই। গণমাধ্যমকে মনে রাখতে হবে,নারী শুধু নারীই নয় নারী ও পরিবারের অংশ।

বিশেষজ্ঞরা বলেছেন, আমাদের সমাজে নারী নির্যাতনের সূচণা হয় পরিবার থেকেই। কেবল বৈষম্যই নয়, পবিরারে নারী সদস্যকে আলাদা দৃষ্টিকোণ থেকে রাখা হয়। পারিবারিক সম্পত্তি বন্টন, লেখাপড়া, চলাফেরা সবকিছুতেই নারী নানাভাবে ভোগান্তি ও বঞ্চণার শিকার হয়ে থাকে। যুগপরম্পরায় নারী নানাভাবে নির্যাতনের সম্মুখীন হয়ে আসছে। মধ্যযুগে নারী ধর্ষণের শিকার হলে সমাজ থেকে বিচ্ছিন করে রাখা হতো। দাহ পর্যন্ত করা হতো। নিরবে নিভৃতে নারী প্রতিবাদের সাহসটুকু ও পেতো না। তবে গণমাধ্যমের কার্যকর ভূমিকার কারণে নারী এখন সোচ্চার ও সজাগ হয়েছে তাদের অধিকার সুরক্ষা, প্রতিষ্ঠাসহ প্রতবাদের ক্ষেত্রে। এটাও সত্যি কথা যে, গণমাধ্যমে প্রতিবেদন, টকশো, বিশেষ প্রতিবেদন ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বাড়ানো সম্ভব। নারী নির্যাতনের অনেক বিষয় কখনো সংবাদপত্রে আসে কখনো প্রকাশের মুখ দেখে না। গণমাধ্যমের কার্যকর ভূমিকার কারণে গত কয়েক বছরে বিভিন্ন পর্যায়ে সংঘতি নারী নির্যাতনের বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপিত হয়। সংঘটিত ঘটনাগুলোতে অধিকাংশ অপরাধী যথাযথ শাস্তির সম্মুখীন হয়।

আমাদের দেশে নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন রয়েছে। নারী নির্যাতন, যৌতুকের জন্য নারী হত্যা,নারী ও কন্যা শিশু অপহরণ ,পাচার ও ধর্ষণ ,এসিড নিক্ষেপ ,পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি,ইভটিজিং,ফতোয়বাজির মাধ্যমে ধর্র্মীয় অপব্যাখ্যার মাধ্যমে বিচার বহির্ভুত সালিশ এ নারীরা নানা প্রকারে নারীরা নির্যাতিত হচ্ছে আমাদের সমাজে পরিবারে। এ বিষয়গুলো প্রতিরোধের জন্য সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় শহর গুলোতে আইন সহায়তা কেন্দ্র ,বিনা খরচে আইনগত,পরামর্শ ও মামলা পরিচালনায় সহায়তা প্রদান, নির্যাতিত নারীদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসির মাধ্যমে সমন্বিত ভাবে চিকিৎসা সহায়তা, অপরাধীকে শনাক্ত করতে দ্রুত ডিএনএ স্ক্রিনিং ল্যাবে প্রেরণ, আইনগত ও পুলিশী সহায়তা এবং আশ্রয় পুনর্বাসনের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। বাস্তবতা হলো নারীরা নির্যাতনের পরে এই যে যথাযথ সহায়তা প্রাপ্তির নির্ধারিত বিষয়গুলো জনগণের মেেধ্য ব্যাপকভাবে জানাতে হবে। এ বিষয়ে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে।

সরকার কর্তৃক প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতিতে স্পষ্টভাবে নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। তবে আমাদের দেশের অসচেতন জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমরে প্রচারই হতে পারে কার্যকর পদক্ষেপ। এ নীতিতে গণমাধ্যমের ব্যাপারে বলা হয়েছে, গণমাধ্যমে নারীর ভূমিকা সঠিকভাবে প্রচার ও প্রবেশোধিকার নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বৈষম্য দূর করাসহ গণমাধ্যমে নারী ও কন্যা শিশুর বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। যাতে নারীর প্রতি অবমাননাকর,নেতিবাচক,সনাতনী ভাবধারা প্রতিফলন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য প্রচারের উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের ব্যবস্থাপনা ও আনুষ্ঠানিক প্রশিক্ষণে নারীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সর্বোপরি জেন্ডার সংবেদনশীল সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এই যে সরকারি পর্যায়ে নারীদের অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠার ব্যাপারে নীতিতে গ্রহণ করা হয়েছে তা ব্যাপকহারে গণমাধ্যমে নিশ্চিত করতে হবে। সেই সাথে নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান ইস্যূগুলো প্রচার ও প্রকাশের মাধ্যমে উল্লেখযোগ্যহারে জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
লেখক : কবি,প্রাবন্ধিক,কলামিষ্ট ও গল্পকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.