নারী পর্নোগ্রাফি দর্শকদের তালিকায় ভারত তৃতীয়
সরকারি নির্দেশে প্রায় হাজারখানেক পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার পরই প্রতিবাদের ঝড় উঠেছিল পুরো ভারতে। বিষয়টি নাগরিক অধিকার কতটুকু লঙ্ঘন করে, সে হিসাব না হয় একটু পরে করুন। পর্নোগ্রাফির প্রতি ভারতীয়দের ঝোঁক নেহাত মন্দ নয়, জানা গেল জিকিউ ইন্ডিয়ার খবরে। ভারতীয় নারীদের পর্নোগ্রাফির দিকে ঝোঁক রয়েছে বেশ, নীলছবির নারী দর্শকদের তালিকায় ভারত রয়েছে তৃতীয় স্থানে।
এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল ও ফিলিপাইন। এরপরই ভারত। এই হিসাবে দেখা গেছে, পর্নো তারকাদের খোঁজে ভারতীয় নারীরা সবচেয়ে বেশি সার্চ করেছেন কিম কার্দাশিয়ানের নাম। সানি লিওনকে নিয়ে এত মাতামাতি হলেও এই আগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। নীলছবির ভারতীয় নারী দর্শকদের গড় বয়স ৩১। দিনে প্রায় ৮ মিনিটের মত পর্নোগ্রাফির জন্য সময় ব্যয় করে থাকেন এঁরা।
৮৫৭টি পর্নোগ্রাফিক ওয়েবসাইট সরকারিভাবে ব্লক করে দেওয়া হয়েছিল ভারতে। দেশটির বিভিন্ন জনস্তরের মানুষ এ সময় প্রতিবাদ করে সরাসরি। সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন আলোচনার ‘হট টপিক’ ছিল এটি। লেখক, সমালোচক, সাধারণ মানুষ, অভিনয় শিল্পীরাও এ নিয়ে তাঁদের প্রতিবাদ জানিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে দ্রুতই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।