নাসা: গ্রহাণুতে সফলভাবে আঘাত করেছে মহাকাশযান
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডার্ট নামে একটি মহাকাশযান আকাশে একটি গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে।
গ্রহাণুর সাথে মহাকাশযানের এই সংঘর্ষটি পরিকল্পিতভাবে করানো হয়। এর উদ্দেশ্য হচ্ছে মহাকাশে থাকা একটি গ্রহাণু বা বিশালাকৃতির পাথরখণ্ডকে ধাক্কা দিয়ে নিরাপদে কক্ষপথ থেকে সরানো যায় কিনা তা পরীক্ষা করা। এসব গ্রহাণু কখনো পৃথিবীর জন্য হুমকিস্বরূপ হতে পারে।
ডার্ট মহাকাশযানটি ডাইমরফোস নামে ১৬০ মিটার চওড়া পাথরখণ্ডকে ধাক্কা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর ক্যামেরা থেকে প্রতি সেকেন্ডে একটি করে ছবি পাঠায়।
বিবিসি বাংলা