নায়করাজ রাজ্জাক
গেল বছরের এই দিনটি ছিল চলচ্চিত্র জগতের জন্য কালো একটি অধ্যায়। এই দিনে আমরা চলচ্চিত্রে দীর্ঘ সময় রাজত্ব করা নায়করাজ রাজ্জাককে হারিয়েছি। তিনি তার ভক্ত, দর্শক, সহকর্মী, পরিবারের মানুষজনসহ সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান গত বছরের ২১ আগস্ট।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক গত বছরের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
ঢালিউডে নায়ক হিসেবে রাজ্জাকের প্রথম ছবি জহির রায়হানের ‘বেহুলা’ (১৯৬৬)। ‘বেহুলা’য় লখিন্দরের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান তিনি।
আর তাঁর প্রথম নায়িকা সুচন্দা। এর মধ্য দিয়ে বাংলা সিনেমার দর্শক পেল রাজ্জাক-সুচন্দার অসাধারণ জুটি। ‘বেহুলা’ ব্যবসাসফল হওয়ায় আর পিছু ফিরে তাকাতে হয়নি রাজ্জাককে।
নির্বাচিত চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | সহশিল্পী | টীকা |
---|---|---|---|---|---|
১৯৬৬ | আখেরি স্টেশন | সুরুর বারা বাঙ্কভি | প্রথম চলচ্চিত্র | ||
বেহুলা | জহির রায়হান | সুচন্দা | |||
১৯৬৭ | আগুন নিয়ে খেলা | আমজাদ হোসেন ও নূরুল হক | |||
১৯৬৮ | এতটুকু আশা | নারায়ণ ঘোষ মিতা | |||
১৯৬৯ | নীল আকাশের নীচে | মামুন | নারায়ণ ঘোষ মিতা | ||
১৯৭০ | ক, খ, গ, ঘ, ঙ | মন্টু | নারায়ণ ঘোষ মিতা | ||
জীবন থেকে নেয়া | ফারুক | জহির রায়হান | আনোয়ার হোসেন, খান আতা, শওকত আকবর, সুচন্দা, রোজী সামাদ | ||
১৯৭১ | নাচের পুতুল | ফিরোজ | অশোক ঘোষ | শবনম, খান জয়নুল | |
১৯৭২ | অশ্রু দিয়ে লেখা | কামাল আহমেদ | |||
ওরা ১১ জন | পারভেজ | চাষী নজরুল ইসলাম | |||
অবুঝ মন | মাসুম | কাজী জহির | শাবানা, সুজাতা | ||
১৯৭৩ | রংবাজ | রাজা | জহিরুল হক | ||
১৯৭৪ | আলোর মিছিল | রানা | নারায়ণ ঘোষ মিতা | ||
১৯৭৬ | কি যে করি | বাদশাহ | ববিতা | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা | |
গুন্ডা | বাহাদুর | আলমগীর কুমকুম | |||
১৯৭৭ | অনন্ত প্রেম | রাজ্জাক | ববিতা | রাজ্জাক পরিচালিত | |
১৯৭৮ | অশিক্ষিত | রহমত | আজিজুর রহমান | অঞ্জনা রহমান, সুমন | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা |
অগ্নিশিখা | আজিজুর রহমান | ববিতা, উজ্জ্বল | |||
১৯৮০ | ছুটির ঘন্টা | আব্বাস মিয়া | আজিজুর রহমান | শাবানা, সুমন | |
১৯৮১ | মহানগর | হীরা | |||
১৯৮২ | বড় ভাল লোক ছিল | ইয়াসিন | মোহাম্মদ মহিউদ্দিন | অঞ্জু ঘোষ, প্রবীর মিত্র | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা |
১৯৮৩ | নাজমা | নাদিম রহমান | শাবানা, জসিম | ||
১৯৮৪ | চন্দ্রনাথ | চন্দ্রনাথ | চাষী নজরুল ইসলাম | দোয়েল | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা |
অভিযান | রাজু | রাজ্জাক | ইলিয়াস কাঞ্চন, জসিম | রাজ্জাক পরিচালিত | |
১৯৮৬ | শুভদা | সদানন্দ | চাষী নজরুল ইসলাম | আনোয়ারা, জিনাত | |
১৯৮৭ | রাজলক্ষী শ্রীকান্ত | কুমার বাহাদুর | বুলবুল আহমেদ | বুলবুল আহমেদ, শাবানা | |
১৯৮৮ | যোগাযোগ | শাহেদ চৌধুরী | রাজ্জাক | ইলিয়াস কাঞ্চন, জসিম | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা |
১৯৯২ | অন্ধ বিশ্বাস | রাজা | মতিন রহমান | শাবানা, আলমগীর | |
১৯৯৭ | বাবা কেন চাকর | রাজ্জাক | বাপ্পারাজ, মিঠুন | রাজ্জাক পরিচালিত |
পুরস্কার ও সম্মাননা
১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা।[২] এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।[৩]
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | কি যে করি | বিজয়ী |
১৯৭৮ | শ্রেষ্ঠ অভিনেতা | অশিক্ষিত | বিজয়ী | |
১৯৮২ | শ্রেষ্ঠ অভিনেতা | বড় ভালো লোক ছিল | বিজয়ী | |
১৯৮৪ | শ্রেষ্ঠ অভিনেতা | চন্দ্রনাথ | বিজয়ী | |
১৯৮৮ | শ্রেষ্ঠ অভিনেতা | যোগাযোগ | বিজয়ী | |
২০০৩ | ইন্দো-বাংলা কলা মিউজিক পুরস্কার | খান আতাউর রহমান আজীবন সম্মাননা | বিজয়ী | |
২০০৯ | বাচসাস পুরস্কার | আজীবন সম্মাননা (চলচ্চিত্র) | বিজয়ী | |
২০১২ | ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার | আজীবন সম্মাননা | বিজয়ী | |
২০১২ | ব্যাবিসাস পুরস্কার | আজীবন সম্মাননা | বিজয়ী | |
২০১৩ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | আজীবন সম্মাননা পুরস্কার | বিজয়ী | |
২০১৪ | মেরিল প্রথম আলো পুরস্কার | আজীবন সম্মাননা | বিজয়ী |