নায়করাজ রাজ্জাক

গেল বছরের এই দিনটি ছিল চলচ্চিত্র জগতের জন্য কালো একটি অধ্যায়। এই দিনে আমরা চলচ্চিত্রে দীর্ঘ সময় রাজত্ব করা নায়করাজ রাজ্জাককে হারিয়েছি। তিনি তার ভক্ত, দর্শক, সহকর্মী, পরিবারের মানুষজনসহ সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান গত বছরের ২১ আগস্ট।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক গত বছরের ২১ আগস্ট  হৃদরোগে আক্রান্ত হয়ে  সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

ঢালিউডে নায়ক হিসেবে রাজ্জাকের প্রথম ছবি জহির রায়হানের ‘বেহুলা’ (১৯৬৬)। ‘বেহুলা’য় লখিন্দরের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান তিনি।

আর তাঁর প্রথম নায়িকা সুচন্দা। এর মধ্য দিয়ে বাংলা সিনেমার দর্শক পেল রাজ্জাক-সুচন্দার অসাধারণ জুটি। ‘বেহুলা’ ব্যবসাসফল হওয়ায় আর পিছু ফিরে তাকাতে হয়নি রাজ্জাককে।

নির্বাচিত চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকসহশিল্পীটীকা
১৯৬৬আখেরি স্টেশনসুরুর বারা বাঙ্কভিপ্রথম চলচ্চিত্র
বেহুলাজহির রায়হানসুচন্দা
১৯৬৭আগুন নিয়ে খেলাআমজাদ হোসেন ও নূরুল হক
১৯৬৮এতটুকু আশানারায়ণ ঘোষ মিতা
১৯৬৯নীল আকাশের নীচেমামুননারায়ণ ঘোষ মিতা
১৯৭০ক, খ, গ, ঘ, ঙমন্টুনারায়ণ ঘোষ মিতা
জীবন থেকে নেয়াফারুকজহির রায়হানআনোয়ার হোসেন, খান আতা, শওকত আকবর, সুচন্দা, রোজী সামাদ
১৯৭১নাচের পুতুলফিরোজঅশোক ঘোষশবনম, খান জয়নুল
১৯৭২অশ্রু দিয়ে লেখাকামাল আহমেদ
ওরা ১১ জনপারভেজচাষী নজরুল ইসলাম
অবুঝ মনমাসুমকাজী জহিরশাবানা, সুজাতা
১৯৭৩রংবাজরাজাজহিরুল হক
১৯৭৪আলোর মিছিলরানানারায়ণ ঘোষ মিতা
১৯৭৬কি যে করিবাদশাহববিতাবিজয়ীজাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
গুন্ডাবাহাদুরআলমগীর কুমকুম
১৯৭৭অনন্ত প্রেমরাজ্জাকববিতারাজ্জাক পরিচালিত
১৯৭৮অশিক্ষিতরহমতআজিজুর রহমানঅঞ্জনা রহমান, সুমনবিজয়ীজাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
অগ্নিশিখাআজিজুর রহমানববিতাউজ্জ্বল
১৯৮০ছুটির ঘন্টাআব্বাস মিয়াআজিজুর রহমানশাবানা, সুমন
১৯৮১মহানগরহীরা
১৯৮২বড় ভাল লোক ছিলইয়াসিনমোহাম্মদ মহিউদ্দিনঅঞ্জু ঘোষপ্রবীর মিত্রবিজয়ীজাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
১৯৮৩নাজমানাদিম রহমানশাবানাজসিম
১৯৮৪চন্দ্রনাথচন্দ্রনাথচাষী নজরুল ইসলামদোয়েলবিজয়ীজাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
অভিযানরাজুরাজ্জাকইলিয়াস কাঞ্চনজসিমরাজ্জাক পরিচালিত
১৯৮৬শুভদাসদানন্দচাষী নজরুল ইসলামআনোয়ারা, জিনাত
১৯৮৭রাজলক্ষী শ্রীকান্তকুমার বাহাদুরবুলবুল আহমেদবুলবুল আহমেদশাবানা
১৯৮৮যোগাযোগশাহেদ চৌধুরীরাজ্জাকইলিয়াস কাঞ্চনজসিমবিজয়ীজাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা
১৯৯২অন্ধ বিশ্বাসরাজামতিন রহমানশাবানা, আলমগীর
১৯৯৭বাবা কেন চাকররাজ্জাকবাপ্পারাজ, মিঠুনরাজ্জাক পরিচালিত

পুরস্কার ও সম্মাননা

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা।[২] এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।[৩]

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
১৯৭৬জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতাকি যে করিবিজয়ী
১৯৭৮শ্রেষ্ঠ অভিনেতাঅশিক্ষিতবিজয়ী
১৯৮২শ্রেষ্ঠ অভিনেতাবড় ভালো লোক ছিলবিজয়ী
১৯৮৪শ্রেষ্ঠ অভিনেতাচন্দ্রনাথবিজয়ী
১৯৮৮শ্রেষ্ঠ অভিনেতাযোগাযোগবিজয়ী
২০০৩ইন্দো-বাংলা কলা মিউজিক পুরস্কারখান আতাউর রহমান আজীবন সম্মাননাবিজয়ী
২০০৯বাচসাস পুরস্কারআজীবন সম্মাননা (চলচ্চিত্র)বিজয়ী
২০১২ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কারআজীবন সম্মাননাবিজয়ী
২০১২ব্যাবিসাস পুরস্কারআজীবন সম্মাননাবিজয়ী
২০১৩জাতীয় চলচ্চিত্র পুরস্কারআজীবন সম্মাননা পুরস্কারবিজয়ী
২০১৪মেরিল প্রথম আলো পুরস্কারআজীবন সম্মাননাবিজয়ী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.