না ফেরার দেশে শিশুসাহিত্যিক রমজান আলী মামুন

চিলড্রেননিউজ : না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক রমজান আলী মামুন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর । ১৯৬৭ সালে টেরিবাজারস্থ বদরপুকুর উত্তর পাড়ে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তার লেখার হাতেখড়ি হয়। ছড়া দিয়ে লেখায় হাতেখড়ি হলেও ছোটোদের কবিতা, গল্প, উপন্যাস ছাড়াও বড়োদের জন্যও লিখেছেন। চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী সংগঠন স্বকাল শিশুসাহিত্য সংসদের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন । প্রথম জাতীয় ছড়া উৎসব, কিশোর কবিতা সম্মেলনসহ শিশুসাহিত্য নিয়ে যত কর্মকাণ্ড হয় তাতে রামজান আলী মামুন বড় ভূমিকা রাখতেন। সাড়ে তিন দশক লেখালেখির জীবনে তার ১৫টি বই প্রকাশিত হয়েছে।

সর্বশেষ তার সাড়ে তিন দশক লেখালেখির নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশনার প্রস্তুতি চলছিল। লেখালেখির স্বীকৃতি হিসাবে মামুন বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ২১ সেপ্টেম্বর তিনি গ্রহণ করেছিলেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পুরস্কার। সে রাতে তিনি অনুষ্ঠানস্থলে অসুস্থতা অনুভব করেন।

পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। শিশুসাহিত্যক রমজান আলী মামুন মৃত্যুকালে ২ পুত্র ১ কন্যা সন্তান রেখে যান।

এদিকে শিশুসাহিত্যিক রমজান আলী মামুনের মৃত্যুতে সারাদেশে শিশুসাহিত্যিক ও চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড.অনুপম সেন,মহাপরিচালক অরুন শীল, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক রাশেদ রউফ, স্বকাল শিশুসাহিত্য সংসদের পরিচালক আজিজ রাহমান, ইফতেখার মারুফ, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান কবি হৃদয় হাসান এক শোক বার্তায় শিশুসাহিত্যিক রমজান আলী মামুনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।