নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বইমেলা

নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি বইমেলায় যোগ দিচ্ছেন কবি সৈয়দ আল ফারুক, শিল্পী নাহিদ নাজিয়া ও লেখক অরণ্য সৈয়দ।

সত্তর দশকের অন্যতম প্রধান কবি, শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুক, জনপ্রিয় কণ্ঠশিল্পী নাহিদ নাজিয়া এবং তরুণ লেখক অরণ্য সৈয়দ এখন নিউইয়র্কে।
নিউইয়র্কে সাংস্কৃতিক সফর শেষে তিনজন যাবেন ওয়াশিংটন ডিসিতে। গান, কবিতা ও কথায় আমেরিকা মাতাবেন তারা।

নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী ২৭তম নিউইয়র্ক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২, ২৩ ও ২৪ জুন।
মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক শামসুজ্জামান খান।
এ বছর রেকর্ডসংখ্যক লেখক ও প্রকাশক মেলায় অংশ নেবেন। এটি বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বাংলা বইমেলা।
বিশ্বজুড়ে বাংলা বই- এ স্লোগান সামনে রেখে ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’ এই প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে আয়োজন করতে যাচ্ছে ডিসি বইমেলা-২০১৮।
এই অনুষ্ঠানে থাকছে মঙ্গল শোভাযাত্রা, বইমেলা, সেমিনার ও কবির লড়াইসহ নানা আয়োজন।
প্রখ্যাত সংগীতশিল্পী নাহিদ নাজিয়া থাকবেন তার জনপ্রিয় গান নিয়ে। আধুনিক গান, বাউল গান, হারানো দিনের গান শ্রোতাদের অনুরোধে গাইবেন। আর নতুন তরতাজা গানও থাকবে এবারের আয়োজনে।
১২টি অ্যালবামে কণ্ঠদানকারী ও ৩৬টি প্রামাণ্যচিত্র নির্মাতা এ গুণী শিল্পী এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রলিয়ার বিভিন্ন দেশে গান পরিবেশন করছেন নিয়মিত।

তরুণ লেখক অরণ্য সৈয়দের প্রথম বই বেরিয়েছে এবার বাংলা একাডেমি একুশে গ্রন্থমেলায়।
অ্যালবাম আকৃতির ২৫ ফর্মার এই বিশাল বইয়ে পৃথিবীর পাঁচ শতাধিক সেলিব্রেটির সঙ্গে অরণ্য সৈয়দের সাক্ষাতের ছবি ও লেখাসংবলিত আছে।
আরও আছে পৃথিবীর বিখ্যাত ফুটবলার, ক্রিকেটার, পলিটিশিয়ান, এন্টারটেইনার, ব্যবসায়ী, বিজ্ঞানী, লেখক, শিল্পী ও সাংবাদিক।
জামির হোসেন জনি
দৈনিক যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.