নিউজ ২৪-এর প্রধান বার্তা সম্পাদকের দায়িত্বে শাহনাজ মুন্নী
শাহনাজ মুন্নীর ১২ বছরের কর্মস্থল এটিএন বাংলায় গতকাল বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। এই প্রতিষ্ঠানে তিনি ছিলেন বার্তা সম্পাদক। এখন ‘প্রধান বার্তা সম্পাদক’ হিসেবে যোগ দিয়েছেন বসুন্ধরা গ্র“পের মালিকানাধীন চ্যানেল ‘নিউজ ২৪’-এ। চলতি মাসের ১০ তারিখে নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি।
শাহনাজ মুন্নী ১৯৬৯ সালের ৮ ফেব্র“য়ারি ঢাকায় জন্ম গ্রহণ করলেও তার পৈতৃক বসতবাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাতারপুর গ্রামে।
বাংলাদেশে বর্তমানে যে কজন নারী সাংবাদিক দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন শাহনাজ মুন্নী তাদের অন্যতম। কবিতা, গল্পসহ মননশীল লেখালেখিতে তার অনেক সুনাম রয়েছে। প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি কবিতা ও গল্পের বই।
১৯৮৪ সালে গুলশান মডেল হাইস্কুল থেকে মেধা তালিকায় এসএসসি ও হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেন।
কর্মজীবন শুরু করেন বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে। পাক্ষিক পত্রিকা ‘প্রকৃতি’ ও ‘দৈনিক মানবজমিন’ পত্রিকায় কর্মরত ছিলেন। মাঝখানে একটি এনজিওতেও চাকরি করেছেন।
১৯৯৯ সালে শাহনাজ মুন্নী একুশে টেলিভিশনে যোগ দেন। সেখানে কাজ করেন তিন বছর। ২০০৩ সালে এটিএন বাংলায় যোগদানের মধ্যদিয়ে নতুন করে ক্যারিয়ার সূচনা করেন শাহনাজ মুন্নী। সেখানেই কাটিয়েছেন প্রায় একযুগ। সূত্র: আমাদের সময় ডট কম।