নিখিলেশ কেমন আছো

তিনটি চৌপদী
…………………
মাঈন উদ্দিন জাহেদ
১.
তোমার মুখের ফর্সা আকাশ
আমাকে করে মদ্যময়;
তোমায় নিয়ে পদ্য গড়ি
অন্য কিছুতো গদ্যময়।
২.
স্পর্শের আনন্দে বেঁচে আছি
জীবনের এক একটি মুদ্রায়;
তিল নীল যাই বলো,
অষ্টপ্রহর ছু্ঁয়ে ছুঁয়ে যায়।
৩.
মৌ-লোভী চায় ফুলের সুবাস
মৌলবী খুঁজে শুধু ভুল;
মোল্লা হলে ভালোই হতো
ভুল-চুক হতো খুন।

প্রকাশিতব্য ‘নিখিলেশ কেমন আছো’ কাব্যগ্রন্থের উপান্তের পদ্যগুচ্ছের ক’টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.