নিজের ডকুমেন্টরি ভারতে দেখাতে চান না সানি লিওন!
ছিলেন পর্নস্টার পরে পা রেখেছেন বলিউডের অভিনয় জগতে। এবার তাকে নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টরি। বলা হচ্ছে সানি লিওনের কথা।
কানাডার টরেন্টো চলচ্চিত্র উৎসবে সানি লিওনকে নিয়ে নির্মিত মোস্টলি সানি’ শিরোনামের ডুকমেন্টরিটি প্রদর্শিত হয়েছে। কিন্তু তিনি চান তার এই ডকুমেন্টারি যাতে ভারতে দেখানো না হয়।
সানি লিওন বলেছেন, আমি চাই এটি ভারতে প্রদর্শিত না হোক। এখানে যে গল্প দেখানো হয়েছে সেটি আমার নয়। আপনার জীবনের গল্প আপনি ছাড়া আর কেউ বলতে পারে না। যা নিয়ে এটি নির্মিত হয়েছে এটি আমার বায়োপিক নয়। এটি অন্য কারো জীবন। খবর: ওয়ান ইন্ডিয়া।