নিঝুম দুপুর মা ঘুমিয়ে
প্রয়াত ছড়াকার বন্ধু সৈয়দ নাজাত হোসেনের ছড়ার বই “নিঝুম দুপুর মা ঘুমিয়ে” বের হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে। এটি নাজাতের দ্বিতীয় এবং শেষ ছড়াগ্রন্থ। খুব ইচ্ছে ছিল নাজাতের বইটি দেখে যাওয়ার। অসুস্থ অবস্থায় যখন সে কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিল তখন মোবাইলে প্রায় তার সাথে বইটির অগ্রগতি নিয়ে কথা হত। বলতো , দোস্তো , আমার বইটা কতদুর কি হল একটু খোঁজ খবর নিয়ে জানাস। নাজাত আজ নেই কিন্তু তার বহু প্রত্যাশিত সেই বইটি বের হয়েছে। দেখে যেতে পারলো না সে। কোনোদিন দেখতেও পারবে না। না ফেরার দেশে ভাল থাকিস বন্ধু আমার। অনেক অনেক দোয়া আর ভালবাসা তোর জন্য————
বইটি বইমেলায় শিশু একাডেমির স্টলে পাওয়া যাবে।
হাসনাত আমজাদ্।